ফের বইমেলায় সমাদৃত ময়ূখের দ্বিতীয় সৃষ্টি, 'এক মুঠো গল্প' শোনাতে হাজির জনপ্রিয় সাংবাদিক, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: সাংবাদিক যখন লেখক! বিশ্ব ইতিহাসে এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কিন্তু এই বাংলায়? প্রচেত গুপ্তদের ছাড়িয়ে এই মুহূর্তে বাংলার সাহিত্য জগতে ছড়িয়ে গিয়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ (Mayukh Ranjan Ghosh)। সন্ধ্যার প্রাইম টাইমে চোখে চোখ রেখে প্রশ্ন করলেও ফের বইয়ের পাতায় রেখেছেন নিজের মৌলিকতার স্বাক্ষর। বাংলার মানুষের হয়ে জবাব চাইতে চাইতেই এবার দ্বিতীয় বইয়ে ‘এক মুঠো ময়ুখের গল্প’ শোনাতে হাজির হলেন ময়ূখ। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair) প্রকাশিত হল লেখক ময়ূখ রঞ্জন ঘোষের ‘এক মুঠো ময়ূখের গল্প’ (Ek Mutho Mayukher Golpo)। যা পাওয়া যাবে, বইমেলায় ৮ নম্বর গেটের কাছে শালিধান প্রকাশনীর ৩৭১ নম্বর স্টলে।

আরও পড়ুন: Howrah Bridge History: হাওড়া ব্রিজের জন্মদিনে জানুন হাওড়া ব্রিজের ইতিহাস

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সাংবাদিকতায় ময়ূখ রঞ্জন ঘোষ:

ময়ূখ রঞ্জন ঘোষ বরাবরই মৌলিক। চিকিৎসক পরিবারের ছোঁয়া কাটিয়ে প্রত্যেক মুহূর্তে মানুষের কথা অনুভব করতে চেয়েছেন ময়ূখ। তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন কলকাতার সিটি কলেজ থেকে। সাম্মানিক ইংরেজি নিয়ে স্নাতক হন ময়ূখ। এরপর শুরু সংবাদ জগতের সফর। কলকাতার মায়া ত্যাগ করে, বঙ্গের সংবাদমাধ্যম ছাড়িয়ে ময়ূখ পাড়ি দিলেন মুম্বই। দেশের অন্যতম সংবাদ সংস্থা ‘টাইমস নাও’-এর হাত ধরে শুরু করলেন নতুন পথচলা! ফের বাংলায় ফেরা ‘রিপাবলিক বাংলা’র হাতধরে।

আরও পড়ুন: Mayukh Ranjan Ghosh- Ek Mutho Mayukher Golpo: চোখে চোখ রেখে প্রশ্ন করতে নয়, ‘এক মুঠো ময়ূখের গল্প’ শোনাতে আসছেন ময়ূখ

লেখক ময়ূখ রঞ্জন ঘোষ:

সাংবাদিক হিসাবে এগিয়ে যেতে যেতেই ময়ূখ রঞ্জন ঘোষের হাত ধরে উঠে আসে তাঁর ‘প্রথম বই’। পাঠকমহলে সমাদৃত হয় এই বই। দিকে দিকে প্রশংসিত হয় ময়ূখ-সৃষ্টি। এবার ফের কলকাতা বইমেলা আবহে ভূমিষ্ঠ হল ময়ূখের দ্বিতীয় মুদ্রিত সন্তান ‘এক মুঠো ময়ূখের গল্প’।