Bahok News Bureau: সমাজের সকল জাতিকে সমান ভাবে এগিয়ে নিয়ে যেতে দরকার সকলের জন্য অধিকার। সেই জন্যই সংখ্যালঘুরা বিশেষ কিছু সুবিধা ও অধিকারের দাবি রাখে। তাদের গুরুত্বকে মান্যতা দিতেই প্রতিবছর ১৮ ই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস(Minorities Rights Day) পালন করা হয়। এই দিনটি পালনের মধ্যে দিয়ে আলাদা করে সংখ্যালঘু গোষ্ঠীর সামাজিক – অর্থনৈতিক – সাংস্কৃতিক – শিক্ষার দিক থেকে উন্নীতকরণ করার চেষ্ঠা করা হয়।

সংখ্যালঘু অধিকার দিবস কেন পালন করা হয়?

প্রায় প্রত্যেক রাষ্ট্রেই  ভাষাগত,জাতিগত, সংস্কৃতিগত দিক থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করেন। অর্থনীতিক দিক থেকেও এদের মধ্যে অনেক সময় পার্থক্য দেখা যায়। ভারতে এই “নানা ভাষা – নানা জাতি- নানা পরিধান ” এর সংখ্যা টা অনেক বেশি। এই দেশে সংখ্যালঘু – অথনৈতিক দিক থেকে অনগ্রসর মানুষের সংখ্যাটাও নেহাত কম নয়।  তাই ভারতের সংবিধান জাতি – ধর্ম – বর্ণ – লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আইনের চোখে সাম্যতা প্রদান করেছে এবং অনগ্রসর জাতিকে বিশেষ কিছু সুবিধা প্রদান করেছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই উদ্দেশ্যেই প্রতি বছর ১৮ই ডিসেম্বর দিনটিকে সংখ্যালঘু অধিকার দিবস (Minorities Rights Day) হিসেবে পালন করা হয়।

সংখ্যালঘু অধিকার দিবসের থিম:

প্রতিবছর এই দিনটির জন্য বিশেষ থিমের আয়োজন কর হয়। এই বছর অর্থাৎ ২০২৩ সালে এর  থিম রাখা হয়েছে ‘Celebrating Diversity and Inclusion’. অর্থাৎ জাতিগত বৈচিত্রকরণ কে স্বীকার করে তাদের অন্তর্ভুক্তিকরন করাটাই এই দিনটির লক্ষ্য।

কাদের উদ্যোগে এই দিনটি পালিত হয়?

National Commission for Minorities in India র উদ্যোগে ভারতে এই দিনটি উদযাপিত হয়। এদের মূল লক্ষ্য হলো জাতিগত স্বাতন্ত্র্য বজায় রেখে প্রত্তের জাতির মধ্যে মেলবন্ধন ও পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠা করা। সম্মিলিত জতিপুঞ্জ (UNO) ১৯৯২ সালের ১৮ ই ডিসেম্বর প্রথম প্রত্যেক পৃথক জাতির অধিকারের কথা তুলে ধরে। আন্তর্জাতিক ভাবে এই উদ্যোগ নেওয়া হলেও প্রত্যেক রাষ্ট্রের সরকারকে এই বিষয়ে পর্যাপ্ত অধিকার সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে  বলে UNO.

২০০৬ সালের ২৯ শে জানুয়ারি  সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু প্রত্যেক জাতির যেমন মুসলিম, খ্রিস্টান,বৌদ্ধ, জৈন, শিখ,পার্সি উন্নতির দিকে নজর দেন।এই মন্ত্রক মূলতঃ সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা,সংরক্ষণের পরিকল্পনা নীতি গ্রহণ আর রূপায়ণের চেষ্ঠা করেন। National Commission for Minorities Act,  1992 এর ভিত্তিতে ভারতের কেন্দ্র সরকার সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠা করেন। প্রথমে মুসলিম, খ্রিস্টান,বৌদ্ধ, শিখ,পার্সি ও পরে ২০১৪ সালের ২৭ শে জানুয়ারি জৈন দেরও এর অন্তর্ভুক্ত করা হয়।

ভারতে শুধু কেন্দ্র সরকার ই নয়, পাশাপাশি বেশিরভাগ রাজ্য সরকারই যেমন দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ ইত্যাদি রাজ্য গুলির আলাদা কমিশন আছে এই বিষয়গুলো দেখার জন্য। কোনো ব্যক্তি যদি জাতিগত কারণে কোনো বিভ্রান্তির মুখে পড়েন তাহলে এই কমিশন তাদের সাহায্য করে থাকে এবং তাদের পর্যাপ্ত অধিকারের হয়ে লড়াই করে থাকে। এই জন্যই প্রতিবছর ১৮ই ডিসেম্বর দিনটিকে Minorities Rights Day পালন করা হয়।

Kolkata Marathon 2023: শীতের সকালে রেড রোডে ‘কলকাতা ম্যারাথন ২০২৩’, অংশগ্রহণ করে ১৭ হাজারেরও বেশি ছেলেমেয়ে, জানুন বিস্তারে

Solar Industry Blast: মহারাষ্ট্রের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ৬ জন মহিলা সহ মৃতের সংখ্যা ৯

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)