বাহক নিউজ় ব্যুরো: চারপাশের ব্যস্ত জীবনে পরিবারে প্রবীনদেরকে সময় দেওয়ার মতো মানুষের সংখ্যা ক্রমশ কমে গিয়েছে । সবাই শুধু ছুটে চলেছে ।যে মানুষগুলোর হাত ধরে বড় হয়ে ওঠা চারপাশটাকে বোঝা, তাদেরর খোঁজ রাখা খুব একটা হয়ে ওঠে না ।কারো সন্তান কর্মসূত্রে বিদেশে থাকে, কেউ বা নিঃসঙ্গ। এই মানুষগুলোর বেঁচে থাকার সম্বল হয়ে ওঠে শুধুমাত্র স্মৃতি। এমনই এক নিঃসঙ্গ বৃদ্ধ দম্পতির হৃদয়বিদারক গল্প নিয়ে আসছে ‘বিজয়ের পরে’।
এই ছবিতে জুটি বেঁধেছেন মীর আফসার আলী এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। বৃদ্ধ দম্পতির ভূমিকায় অভিনয় করবেন মমতা শংকর এবং দীপঙ্কর দে । বছরখানেক বিরতির পর অসুস্থতা কাটিয়ে এই ছবির সুবাদেই ফিরছেন তিনি। উৎসব থেকে আবহমান একাধিক ছবির পর্দায় দেখা গিয়েছে মমতাশংকর-দীপঙ্কর জুটিকে। অলকানন্দা ও আনন্দ এই বৃদ্ধ দম্পতির চরিত্রে দেখা যাবে তাদের । তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা আর তার বিপরীতে থাকছেন মীর। এছাড়া এখানে রয়েছে বিদীপ্তা চক্রবর্তী , পদ্মনাভ দাসগুপ্ত, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখ।
অনেকদিন বাদে ফের বাংলা ছবির কাজ পেয়ে উচ্ছসিত স্বস্তিকা। দীপঙ্কর ও মীরের সঙ্গে বছর খানেক বাদে সিনেমা শুরু হওয়ার সুবাদে ফ্লোর রিইউনিয়ন হওয়ায় খুশি তিনি । ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম মৃন্ময়ী, যে বছর ছয়েক বাদে বাড়িতে মা বাবার কাছে ফিরছে নতুন এক জনকে নিয়ে। সেই চরিত্রে রয়েছেন মীর। দুর্গাপূজার প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমার গল্প।
নবাগত পরিচালক অভিজিৎ দাসের ছবি। প্রসঙ্গত শেষবার মীর -স্বস্তিকা কাজ করেছিলেন সত্রাজিৎ দাসের ‘মাইকেল’ ছবিতে। এখানে স্বস্তিকার স্বামী চরিত্রে অভিনয় করছেন মীর। ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং। মিউজিকে রণজয় ভট্টাচার্য। ক্যামেরার নেপথ্যে সুপ্রিয় দত্ত।
Published on Tuesday, 30 November 2021, 7:28 am | Last Updated on Tuesday, 30 November 2021, 7:28 am by Bahok Desk









