Mission Raniganj-Uttarakhand Tunnel Collapse

Bahok News Bureau: চলতি বছরের ১২ই নভেম্বর ভোরে উত্তরাখণ্ডের (Uttarakhand) সিল্কিয়ারায় নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমেছিল। ৪১ জন শ্রমিক সেই সুড়ঙ্গে এখনো আটকে রয়েছেন। উদ্ধারকারী দল, সুড়ঙ্গ থেকে শ্রমিকদের জীবিত বের করে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। ইতিমধ্যে আটকে পড়া শ্রমিকদের খুব কাছে পৌঁছে গেছেন উদ্ধারকারীরা ৷ শ্রমিকদের উদ্ধার করাটা এখন কিছু সময়ের অপেক্ষা। উত্তরাখণ্ডের এই ঘটনার মতোই একটি ভয়াবহ ঘটনা তিন দশকের বেশি সময় আগে রানীগঞ্জে ঘটেছিল। ১৯৮৯ সালের ১৩ই নভেম্বর আসানসোলের মহাবীর (Mahavir) খনিতে ঘটেছিল এমনই এক ভয়াবহ দুর্ঘটনা। (Mission Raniganj Uttarakhand Tunnel Collapse)

Mission Raniganj Uttarakhand Tunnel Collapse

জল ঢুকে গেছিল মহাবীর খনিতে এবং সেই খনির মধ্যে আটকে পড়েছিলেন ৬৫ জন শ্রমিক। প্রায় তিন দিন পর তাদেরকে মাটির উপর থেকে বোরহোল করে ক্যাপসুল ঢুকিয়ে উদ্ধার করে আনেন ইসিএলের ইঞ্জিনিয়ার যশবন্ত সিংহ গিল। রানিগঞ্জের খনির সেই ঘটনা এবং তার নেপথ্যের নায়ক যশবন্ত সিংহ গিলকে নিয়ে সম্প্রতি বলিউডে ‘মিশন রানিগঞ্জ’ (Mission Raniganj) নামক একটি সিনেমা মুক্তি পেয়েছে। মহাবীর খনির ভিতরে আটকে থাকা মুহূর্তের অভিজ্ঞতার কথা জানালেন মহাবীর খনি বিপর্যয় থেকে জীবিত ফিরে আসা এক শ্রমিক, যার নাম জগদীশ প্রজাপতি। ঠিক যেভাবে রানিগঞ্জে শ্রমিকদের উদ্ধার করা হয়েছিল সেইভাবে কোল ইন্ডিয়ার সেই অভিজ্ঞতাকে এবার উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারে কাজে লাগানোর কথা ভাবা হয়েছে (Mission Raniganj Uttarakhand Tunnel Collapse)

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উত্তরকাশীতেও সুড়ঙ্গে ধসের কারণে একই রকম ভাবে আটকে পড়েছেন ৪১ জন শ্রমিক। বর্তমানে ওই সুড়ঙ্গ পথের গায়ে গর্ত করে পাইপ ঢুকিয়ে তাদের উদ্ধারকার্যের প্রক্রিয়া চলছে। এবার সহযোগিতা করতে ডাক পড়ল কোল ইন্ডিয়ার। কয়লা মন্ত্রকের নির্দেশ পাওয়ার পরই ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর সঙ্গে যোগাযোগ করেন কোল ইন্ডিয়ার অধিকর্তা। ঘটনাস্থলে পৌঁছয় কোল ইন্ডিয়ার একটি দল। রানিগঞ্জের মহাবীর খনিতে আটকে পড়া ৬৫ জন শ্রমিককে যেভাবে যশবন্ত সিংহ গিল উদ্ধার করেছিলেন, ঠিক তেমনভাবে এবার উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয় কিনা এবং মিশন রানিগঞ্জের সাফল্য কতটা উত্তরকাশীতে সহযোগিতা করতে পারে এখন তা দেখার বিষয় (Mission Raniganj Uttarakhand Tunnel Collapse)

আরও পড়ুন: Uttarakhand : এবার অপেক্ষার অবসান! শ্রমিকদের উদ্ধার করতে আর মাত্র ৬ মিটার পথ! জানুন বিশদে

আরও পড়ুন: Pakistan : আফগানি শরণার্থী শিবিরে সংকট: ৮৩০ ডলার জরিমানা দিতে হবে পাকিস্তানকে

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)