Table of Contents
Bahok News Bureau : অর্জুন পুরস্কার (Arjuna Award) পাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপ ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্সের পর, ক্রীড়াজগতে দুরন্ত অবদানের জন্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি। এর পাশাপাশি বুধবার জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মোট ২৬ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়। ব্যাডমিন্টন তারকা জুটি চিরাগ শেঠি এবং সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডিকে খেলারত্ন পুরস্কার (Khel Ratna Award) প্রদান করা হবে। (Mohammed Shami – Arjun Award 2023)
• জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের স্থান–কাল :
ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে বুধবার এই ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ২০২৪-এ রাষ্ট্রপতি ভবনে সমস্ত জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে। ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি।
• ক্রীড়া মন্ত্রকের সুপারিশ :
ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, এবার মহম্মদ শামি সহ ২৬ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার (Arjuna Award) দেওয়া হবে। চিরাগ শেঠি এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেডিউ ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award) পাবেন। খেলাধুলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই সম্মান দেওয়া হয়। ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে এবং যথাযথ পর্যালোচনার পর সরকার এই সকল খেলোয়াড়, কোচ ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য স্থির করেছে। সমস্ত পুরষ্কার প্রাপ্ত খেলোয়াড়, কোচ এবং সংস্থাগুলির তালিকাও প্রকাশ করেছে ক্রীড়া মন্ত্রক।
• ক্রীড়া ক্ষেত্রে অর্জুন পুরস্কার প্রদানের কারণ :
ক্রীড়া জগতে ক্রীড়াবিদদের বিশেষ অবদান রাখার জন্য এবং জাতির প্রতি তাদের সেবার জন্য তাদের আজীবন এই অর্জন পুরস্কার (Arjuna Award) দেওয়া হয়। অর্জুন পুরষ্কার এবং রাজীব গান্ধী খেল রত্ন এর সাথে মিল রেখে এটিকে ভারতের খেলাধুলা এবং গেমসে আজীবন কৃতিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার হিসাবে বিবেচনা করা হয়। ২০২৩ -এ খেলাধুলার জগতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি এবং অন্য ২৬ জন ক্রীড়াবিদ।
• অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকা:-
১) ওজস প্রবীণ দেবতলে – তীরন্দাজ
২) অদিতি গোপীচাঁদ স্বামী – তীরন্দাজ
৩) শ্রীশঙ্কর – অ্যাথলেটিক্স
৪) পারুল চৌধুরী – অ্যাথলেটিক্স
৫) মোহাম্মদ হুসামুদ্দিন – বক্সার
৬) আর বৈশালী – দাবা
৭) মহম্মদ শামি – ক্রিকেট
৮) অনুশ আগরওয়াল – ঘোড়ায় চড়া
৯) দিব্যকৃতি সিং – অশ্বারোহী পোশাক
১০) দিক্ষা ডাগর – গলফ
১১) কৃষ্ণ বাহাদুর পাঠক – হকি
১২) সুশীলা চানু – হকি
১৩) পবন কুমার -কাবাডি
১৪) রিতু নেগি – কাবাডি
১৫) নাসরিন – খো-খো –
১৬) পিঙ্কি – লন বল
১৭) ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার – শুটিং
১৮) ইশা সিং- শুটিং
১৯) হরিন্দর পাল সিং – স্কোয়াশ
২০) আয়হিকা মুখার্জি – টেবিল টেনিস
২১) সুনীল কুমার – কুস্তি
২২) ফাইনাল – কুস্তি
২৩) রোশিবিনা দেবী – উশু
২৪) শীতল দেবী – প্যারা আর্চারি
২৫) অজয় কুমার – ব্লাইন্ড ক্রিকেট
২৬) প্রাচি যাদব পাড়া ক্যানোয়িং
Donald Trump: প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ডোনাল্ড ট্রাম্প! ঐতিহাসিক রায় আদালতের
………………………………………………………………………………………………………………
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।