বাহক নিউজ় ব্যুরো: কলকাতার নিয়ে উদ্বেগের ভাঁজ কেন্দ্রের কপালে। সম্প্রতি কেন্দ্রের তরফে একটি তালিকা প্রকাশ করে হয়েছে। ওই তালিকা সেই সমস্ত রাজ্যের যাদের ৬০ শতাংশের বেশি মানুষের ভ্যাকসিনের প্রথম ডোজই নেওয়া হয়নি। এই তালিকায় রয়েছে কলকাতা তথা বাংলার নামও।

কেন্দ্রের তরফে প্রকাশিত এই তালিকায় রয়েছে দেশজুড়ে অবস্থিত বিভিন্ন রাজ্যের বিশেষ কিছু জেলার নাম। এই জেলাগুলোতে সংক্রমণের হার নথিভুক্ত রয়েছে ওই তালিকায়। এই তালিকার ভিত্তিতে জানা গেছে যে, তালিকাভুক্ত রাজ্যগুলিতে বর্তমানে করোনা সংক্রমণের হার ৫-১০%। এই তালিকাতেই রয়েছে কলকাতা । আশঙ্কা করা হয়েছে, উৎসবের পরে তালিকাভুক্ত জেলায় সংক্রমণের হার একলাফে অনেকটাই বাড়তে পারে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

একদিকে, পুজোর সুগন্ধি ইতিমধ্যে বাতাসে। সেই সুগন্ধিতেই মেতে উঠতে শুরু করেছে রাজ্যবাসী। কিন্তু, এই মেতে ওঠাই কেন্দ্রের কপালে ভাঁজ সৃষ্টি হওয়ার কারণে হয়ে উঠছে। কারণ, কিছু দিন আগেই কেরলে পালিত ‘ওনাম’ উৎসব কেরলের স্বাস্থ্য পরিকাঠামোর ভিত কাঁপিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পরেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই প্রসঙ্গে তুলেই স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল বৃহস্পতিবারে সরব হন ভার্চুয়াল মাধ্যমে আনন্দোৎসবে যোগ দেওয়ার সপক্ষে