বাহক নিউজ় ব্যুরো: বঙ্গে মাদার ডেয়ারির হতে চলেছে পুনঃনামকরণ। অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মাদার ডেয়ারি নাম পরিবর্তন করা হবে। সেই মর্মেই এবার নবান্নে কাজ শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, বাংলার কোনো নিজস্ব দুগ্ধব্র্যান্ড নেই, তাই করা হবে মাদার ডেয়ারির পুনঃনামকরণ।

মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্ত অনুযায়ী, মাদার ডেয়ারির নাম হতে চলেছে ‘বাংলার ডেয়ারি’। বুধবারে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ডের’ একটি বৈঠক ছিল নবান্নে। এই বৈঠকের শেষেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান যে, নবান্নের ওই বৈঠকে বাংলার নিজস্ব ডেয়ারি ব্র্যান্ড নিয়ে আলোচনা করা হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রাথমিকভাবে রাজ্য জুড়ে থাকবে বাংলার ডেয়ারির ৪০০টি স্টল, একই সঙ্গে প্রত্যেক ব্লকে একটি করে আউটলেট থাকবে। উল্লেখ্য, বাংলার ডেয়ারি শুধু দুগ্ধ প্রকল্পতেই সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন দুগ্ধজাত খাদ্যদ্রব্যও ও পোলট্রি সম্পর্কিত খাদ্যদ্রব্য তথা ডিম, মাখন, ঘি, তেল ইত্যাদি এই প্রকল্পের অংশ হতে চলেছে। প্রসঙ্গত, নবান্নে এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও, ভার্চুয়ালি এই বৈঠকের অংশ হয়েছিলেন অমিত্র মিত্র সহ বোর্ডের অন্যান্য সদস্যরা।