বাহক নিউজ় ব‍্যুরো: প্রায় দুই দশক ধরে ভারতের হয়ে টেবিল টেনিস খেলছেন বাংলার মেয়ে মৌমা দাস। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস সহ একাধিক আন্তর্জাতিক ম্যাচে একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। স্বীকৃতিস্বরুপ এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন টেবিল টেনিস তারকা।

কুড়ি বছরের বেশি কেরিয়ারে ৭৫-এর বেশি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মৌমা। ৪০০-র বেশি ম্যাচ খেলার নজির‌ও গড়েছেন। প্রথম আন্তর্জাতিক পদক ২০০০ সালে । অলিম্পিকে প্রথম অংশ নেন ২০০৪ সালে, তবে তেমন কিছু করে উঠতে পারেননি। এরপর ২০১৫ সালে কমনওয়েলথে রূপো জেতেন উপযোগী তিনি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সুযোগ পান ২০১৬-র রিও অলিম্পিকসেও। যদিও সেখানেও বেশিদূর এগোতে পারেননি মৌমা। এরপর ২০১৭-র বিশ্ব টেবিল টেনিস টুর্নামেন্টে এদেশের আরেক টেবিল টেনিস তারকা মনিকা বাত্রার সাথে জুটি বেঁধে কোয়ার্টার ফাইনালে পৌঁছান কলকাতার মেয়ে। মণিকার সঙ্গে জুটিতে ২০১৮ কমনওয়েলথ গেমসে রূপোর পদক পান মৌমা। কমন‌ওয়েলথে ভারতের হয়ে সর্বোচ্চ পদকজয়ী এই বাংলার মেয়ে।

ক্রীড়া জগতে তাঁর অনন্য অবদানের জন্য ২০১৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার অর্জুন পুরস্কার এ ভূষিত হন মৌমা। ২০২১ এ পেলেন পদ্মশ্রী‌ও। তার সাফল্য কাহিনী এবং অবদান যে ভারতীয় টেবিল টেনিসের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে একথা বলাই বাহুল্য।