MP News
MP News: কাজের নামে ডেকে বন্দী! প্রশাসনের তৎপরতায় উদ্ধার মধ্যপ্রদেশের ১৯ জন শ্রমিক, কীভাবে উদ্ধার করা হল? জানুন বিস্তারে, বাহক ,নিউজ

Bahok News Bureau : এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছিন্দওয়ারা থেকে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে কাজ করতে যে ১৯ জন শ্রমিক অমরাবতী গিয়েছিলেন। তাদের সাতারা নিয়ে গিয়ে বন্দী করা হয়। এই তথ্য পাওয়ার পর ছিন্দওয়াড়া প্রশাসন তৎপরতা দেখিয়ে এই শ্রমিকদের মুক্ত করেছে। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত। (MP News)

কী ঘটেছিল?

কিছুদিন আগেই ছত্তিশগড়ের কিছু শ্রমিককে ইউপিতে বন্দী করার খবর প্রকাশ্যে এসেছিল। বিষয়টি জানাজানি হলে প্রশাসন তৎপরতা দেখিয়ে সেই শ্রমিকদের উদ্ধার করেছিলেন। এবার মধ্যপ্রদেশের (Madhyapradesh) ছিন্দওয়ারা (Chhindwara) থেকেও সেই একই রকম খবর প্রকাশ্যে এসেছে। জানা যায়, এখানকার হারাই এলাকায় বসবাসকারী ১৯ জন শ্রমিককে এক জায়গার নাম করে কাজের অজুহাতে এই শ্রমিকদের বাড়ি থেকে মহারাষ্ট্রে (Maharashtra) নিয়ে গিয়ে বন্দী করা হয়েছিল, কিন্তু জেলা প্রশাসনের তৎপরতায় এই শ্রমিকদের উদ্ধার করা হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রিপোর্ট কী বলছে?

রিপোর্ট অনুযায়ী, হারাই ব্লকের ভাইনসখো পঞ্চায়েত থেকে ১৯ জন শ্রমিককে ৪০০ টাকা মজুরির প্রলোভন দেখিয়ে এক পুরুষ ও মহিলা মহারাষ্ট্রের অমরাবতীতে নিয়ে গেছিল। এরপর তাদের অন্য এজেন্টের মাধ্যমে সাতারা (Satara) জেলায় পাঠানো হয়। সেখানে তাদের নির্ধারিত মজুরির পরিবর্তে নামমাত্র মজুরি দেওয়া হচ্ছিল। এর পাশাপাশি তাদের সেখানে বন্দী করে কাজ করতে বাধ্য করা হচ্ছিল এবং কাজ শেষ হলে তবেই তাদের মুক্ত করার কথা ছিল। এতে শ্রমিকরা চরম বিপাকে পড়েন। ক্রমাগত এমন অত্যাচারের সম্মুখীন হয়ে শ্রমিকরা নিজেদের অবস্থার কথা গ্রামবাসীর সাথে যোগাযোগ করে জানান। এরপর গ্রামবাসী বিষয়টি পুলিশকে জানালে ছিন্দওয়ারা পুলিশ, সাতারা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এরপর সেই শ্রমিকদের উদ্ধার করে সাতারা থেকে ছিন্দওয়ারা নিয়ে আসা হয়। এরপর তাদেরকে নিজেদের গ্রামে পাঠানো হয়।

প্রসঙ্গত, এর আগেও ছত্তিশগড় থেকে উত্তরপ্রদেশের (UP) বাগপতে কাজ করতে যাওয়া কিছু শ্রমিককে বন্দী বানানো হয়েছিল। এই বিষয়টি বিবেচনা করে, ছত্তিশগড় পিসিসি প্রধান দীপক বাইজ, মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাইকে একটি চিঠি লিখেছেন এবং শ্রমিকদের মুক্তি করার আবেদন জানিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই শ্রমিকদের মুক্ত করে ছত্তিশগড় নিয়ে আসা হয়। (MP News)

Human Trafficking: বিমানে করে মানব পাচারের চেষ্টা! সন্দেহে ৩০০এর বেশি ভারতীয় যাত্রীসহ বিমান আটক ফ্রান্সে! জানুন বিস্তারিত

 

 

Unknown Facts – Curd in Winter : শীতের মরশুমে কি দই খাওয়া  উচিত? খেলে এর উপকারিতা–অপকারিতা  কোথায়? জানুন বিস্তারিত

………………………………………………………………………………………………………………

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)