Honey bees stings congress mla and bjp leader
MP News-Honey Bee: 'মৌমাছি বাহিনী'র হামলার শিকার কংগ্রেস বিধায়ক ও বিজেপি নেতা! কী ঘটেছিল? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা (MP Chhindwara) জেলায় শেষকৃত্য করতে যাওয়া সাতজনেরও বেশি মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। ঘটনায় দুই নেতা সহ ৭ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল। (MP News-Honey Bee)

কী ঘটেছিল?

ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় চৌরাইয়ের (Chaurai) নন্দনা গ্রামে ঘটেছে। তথ্য অনুযায়ী, কংগ্রেস নেতা এবং প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্য রাজেশ প্যাটেলের মা গতকাল মারা গেছেন। তার শেষকৃত্য করতে গেছিলেন চৌরাই বিধায়ক সুজিত চৌধুরী, বিজেপি নেতা রাধেশ্যাম রঘুবংশী মাঝলো প্যাটেল সহ বিপুল সংখ্যক মানুষ। সেখান থেকে ফেরার সময় সবাই পায়ে হেঁটে ফিরছিলেন। তখন পাশের জাম গাছে থাকা মৌচাক থেকে মৌমাছিরা সেখান দিয়ে যাওয়া লোকজনের ওপর আক্রমণ করে। এখানে মৌমাছির আক্রমণের সাথে সাথে মৌমাছির আক্রমণে কিছু লোক পড়ে গিয়ে আহত হন এবং কিছু মানুষ মৌমাছির দংশনে আহত হন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মৌমাছির আক্রমনের শিকার কংগ্রেস বিধায়ক ও বিজেপি নেতা 

এই দুর্ঘটনায় চৌরাই বিধায়ক সুজিত সিং চৌধুরী (SUJEET SINGH CHOUDHARY), বিজেপি নেতা রাধেশ্যাম রঘুবংশী মাঝলো প্যাটেল (Radheshyam Raghuvangshi Majhlo Patel) সহ প্রায় ৭ জন আহত হয়েছেন। শেষকৃত্য করে ফেরার সময় মৌমাছির আক্রমণে এই দুই নেতা আহত হন। তাদের পাশাপাশি বহু মানুষও আহত হন। তাদের সকলকে চিকিৎসার জন্য ছিন্দওয়ারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলের অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে এবং চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। (MP News-Honey Bee)

Nauru : জানেন বিশ্বের কোন দেশের কোনো রাজধানী নেই? জানুন এর কারণ সম্পর্কে বিস্তারিত

 

 

 

Aircraft are Painted White : বিমানের রং সাদা হয় কেন? পেছনে রয়েছে এক আশ্চর্য বৈজ্ঞানিক কারণ! জানুন বিস্তারিত

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)