Bahok News Bureau:ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই লেজেন্ড তারকা হলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং শ্রীসন্থ (Sreesanth)। এবার এই দুই তারকা বাইশ গজের ময়দানে বিতর্কে জড়ালেন। কিছুদিন আগেই পুনরায় আইপিএল-এ ফিরেছেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁকে মেন্টর হিসাবে দেখা যাবে। বর্তমানে তিনি লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket) খেলছেন। এই লিগ খেলছেন ভারতীয় ক্রিকেটার শ্রীসন্থও। সেখানেই ঝামেলাই জড়িয়েছেন দুই তারকা।

বিতর্কে জড়ালেন গম্ভীর-শ্রীসন্থ

গতকাল সুরাটের লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে গুজরাট জায়েন্টস এবং ইন্ডিয়া ক্যাপিটালসের মধ্যে খেলা ছিল। খেলার শেষে শ্রীসন্থ সাংবাদিকদের জানিয়েছেন, খেলা চলাকালীন গৌতম গম্ভীর(Gautam Gambhir) খারাপ ভাষায় তাঁর সঙ্গে কথা বলেছেন। তিনি জানান বিনা কারণেই গৌতম গম্ভীর তাঁকে খারাপ কথা বলেছেন, যা বলা একদমই উচিত হয়নি। একই সাথে তিনি জানান, গৌতম গম্ভীর এর আগেও একাধিক সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন বিনা কারণেই।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ম্যাচ চলাকালীন ঠিক কী ঘটেছিল?

গৌতম গম্ভীর কী এমন বলেছেন শ্রীসন্থকে। এদিন ম্যাচ চলাকালীন শ্রীসন্থকে ‘ফিক্সার’ (Fixer) বলে খোঁচা মারেন গম্ভীর। তবে কেন তাঁকে ফিক্সার বললেন, সেটা একটু দেখা যাক। আসলে ২০১৩ সাল নাগাদ রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল খেলার সময় ফিক্সিংয়ের অভিযোগে শ্রীসন্থকে সমস্ত প্রকার ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। দীর্ঘদিন আইনি মামলার পর গত দুই বছর হলো আবার ময়দানে ফিরেছেন শ্রীসন্থ। আর এদিন ম্যাচ চলাকালীন শ্রীসন্থের ওভারে পর পর চার ও ছয় মারেন গম্ভীর। এরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং সে সময় শ্রীসন্থকে ‘ফিক্সার’ বলে খোঁচা মারেন গম্ভীর। আম্পায়াররা এসে তাঁদের আলাদা করেন।

গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে কী বললেন শ্রীসন্থ?

ম্যাচ শেষে এদিনের ঝামেলা নিয়েই মুখ খোলেন শ্রীসন্থ। এদিন তিনি গৌতমকে ‘মিস্টার ফাইটার’ (Mr. Fighter)-ও বলে কটাক্ষ করেন। এখানেই শেষ নয়, ম্যাচ শেষে তিনি গতকাল লাইভ এসেছে ছিলেন। সেখানেও তিনি জানিয়েছেন, গৌতম গম্ভীর মাঝে মধ্যেই অকারণে তাঁর সতীর্থদের সঙ্গে ঝামেলা করে থাকেন। আজও ঠিক তেমনই হয়েছে। আজও ইনস্ট্রগ্রামে লাইভে এসে যা বললেন তা রীতিমতো ভাইরাল। লাইভে এসে শ্রীসন্থ জানিয়েছেন,‘আমি একটা বিষয় সকলের কাছে পরিষ্কার করে দিতে চাই। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন গৌতমের সঙ্গে কী হয়েছে। অনেক চ্যানেল থেকেও আমি ফোন পাচ্ছি। প্রত্যেক চ্যানেলে একই প্রশ্নের উত্তর বার বার দিতে পারব না। তাই আমি লাইভে এসেছি এটা জানাতে যে গৌতম ঠিক কী বলেছিল আমাকে। আমি আমার লড়াই একাই লড়ি। আমার পরিবারের সমর্থন, আপনাদের সমর্থন সঙ্গে থাকে। ও আমাকে লাইভ ম্যাচে ফিক্সার বলেছে। আমি ওকে একটাও খারাপ কথা বলিনি। ওকে শুধু বলেছিলাম, তুমি কী বলছো? ও আমাকে বার বার বলেছিল, তুমি ফিক্সার।’ যদিও এ বিষয়ে এখনো গৌতম গম্ভীরের থেকে কিছু জানা যায়নি।’

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)