Table of Contents
Bahok News Bureau: ক্রিকেট ইতিহাসে বিশেষ মাইল স্টোন হলেন এমএস ধোনি (MS Dhoni)। এক ডাকেই সবাই মহেন্দ্র ধোনির (Mahindra Singh Dhoni) নাম চেনেন। তিনি শুধুমাত্র একজন জনপ্রিয় ব্যক্তিই নন, ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যানও। বর্তমানে প্রায় সব তরুণ ক্রিকেটারই ধোনিকে তাদের রোল মডেল মনে করেন। যদিও এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু ধোনির স্মৃতি সকলের হৃদয়ে রয়ে গেছে। এবার তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শনের মিছিলে শামিল হল টেক জায়ান্ট গুগলও। (MS Dhoni-Google ‘Thala For a Reason’)
গুগল-‘থালা ফর এ রিজন’ (Google-Thala For a Reason)
সম্প্রতি ‘ক্যাপ্টেন কুল’ মাহির নম্বর ৭ নিয়ে ‘থালা ফর আ রিজন’ নামক ট্রেন্ড ভাইরাল হয়েছে। এইসবের মাঝেই মাহির ফ্যানগ্রুপ প্রদর্শিত পথ অনুসরণ করে একটি বিশেষ পোস্ট করছে গুগল। দৃষ্টি আকর্ষণ করল ‘থালা ফর আ রিজন’ ট্রেন্ডে জনপ্রিয় সার্চ ইঞ্জিন তথা টেক জায়ান্টের অংশগ্রহণ।
মহেন্দ্র সিং ধোনি নিয়ে গুগলের বিশেষ পোস্ট (Google’s post about MS Dhoni)
গুগল নিজের পোস্টে ৭ নম্বরের সঙ্গে জড়িত কিছু শব্দের উল্লেখ করে। যেমন রামধনুতে ৭টি রং রয়েছে, আবার এক সপ্তাহে রয়েছে ৭টি দিন, ইউনেস্কো দ্বারা স্বীকৃত আশ্চর্যজনক স্থাপত্যের সংখ্যা ৭, মহাদেশের সংখ্যা ৭, বড়ো সমুদ্রের সংখ্যাও ৭। এই ‘৭’ নম্বরের মতো অন্য কোনো সংখ্যার এত বেশি উল্লেখ সর্বত্র পাওয়া যায়নি। পোস্টে ‘৭’ সংখ্যার গুরুত্ব উল্লেখ করেই ভারতীয় ক্রিকেট প্লেয়ার এমএস ধোনির জার্সির নম্বরের কথা গুগল টেনে আনে। (MS Dhoni-Google ‘Thala For a Reason’)
থালা শব্দের অর্থ (Thala Meaning)
গুগল পোস্টটির সঙ্গে ‘থালা ফর আ রিজন’ শব্দবন্ধটি যোগ করে, যা ধোনি ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার এনে দেয়। ‘৭’ সংখ্যা বিশিষ্ট জার্সি ভারতের আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahindra Singh Dhoni) পছন্দের জার্সি। এবার মাহির ‘থালা’ পরিচয়ে রীতিমতো মোহর লাগাল গুগল। এই শব্দকে কেন্দ্র করে বিশেষ পোস্ট করল গুগল। এর অর্থ জানেন? জানিয়ে রাখি, তামিল শব্দ থালা’ (Thala) শব্দের অর্থ হল ‘ক্যাপ্টেন’।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।