বাহক নিউজ় ব্যুরো: কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে ফের একবার কেলেঙ্কারির হদিশ পাওয়া গেল। উধাও হয়ে গেল কয়েক লক্ষ টাকার যন্ত্র । ক্রিটিক্যাল কেয়ারে ব্যবহার করা হত অত্যাধুনিক ইউএসজি যন্ত্রটি।শুধু তাই নয়, হদিশ মিলছে না আরো বেশ কিছু যন্ত্রের।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, একটি বাক্সের মধ্যে থেকে পাওয়া গিয়েছিল পুরোনো ইউএসজি-ইকো যন্ত্র। সেই যন্ত্রর খোঁজ করতেই বেরিয়ে পড়ল কেঁচো খুঁড়তে কেউটে। তখন বোঝা গেল শুধু ইউএসজি যন্ত্রই নয়, উধাও হয়ে গিয়েছে আরো বেশ কিছু যন্ত্র। কুড়ি লক্ষ টাকার যন্ত্র উধাও হতে হতবাক সকলে। কয়েকমাস আগে মিটু কাণ্ডের জেরের পর জটিল পরিস্থিতিতে বিভাগীয় প্রধান বদলি হয়ে এসএসকেএমে আসেন। কিন্তু তিনি উধাও হওয়া কোনও যন্ত্রের দায়ভার নিতে চাননি। ডিরেক্টরকে স্পষ্ট জানিয়েছেন সেকথা।অথচ সিসিইউ বিভাগের প্রধানকেই বুঝে নিতে হয় কী কী যন্ত্র কারা কারা পেলেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কীভাবে নতুন বাক্সে পুরনো যন্ত্রটি এল, সেটি ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে। কীভাবে পুরোনো যন্ত্র ওই নতুন বাক্সে এল সে বিষয়ে কোনো তথ্যই নেই এসএসকেএমের লগ বুকে। এসএসকেএম কতৃপক্ষ জানিয়েছেন গভীরে গিয়ে তদন্তর প্রয়োজন। তাই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন – প্রথম ডোজই অধরা বহু মানুষের, পুজোর আগে কলকাতা নিয়ে উদ্বেগ প্রকাশ কেন্দ্রের

তদন্তের প্রয়োজনে হাসপাতালের নার্সদের উধাও হওয়া যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তাঁরা বিশেষ কিছুই বলতে পারেননি। তাঁদের বক্তব্য তাঁরা শুনেছেন বহুমূল্য যন্ত্র আছে, কিন্তুু সেগুলো কোথায় আছে, কোথায় যাচ্ছে,সেসব কিছুই তাঁরা জানেন না! অনেকেই সন্দেহ করছেন, ক্রিটিক্যাল ইউনিটের এক বা একাধিকজন যন্ত্র গায়েবের সঙ্গে যুক্ত আছে।