বাহক নিউজ় ব‍্যুরো: আফ্রিকার নাইজেরিয়াতে ভেঙে পড়লে একটি ২২ তলা নির্মীয়মান বহুতল। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী সোমবার বিকেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে ।তাদের অধিকাংশই বহুতল নির্মাণের কাজে যুক্ত ছিলেন।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর এই দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোশে। জানা গেছে সোমবার বিকেলে হঠাৎ এই শহরের একটি নির্মীয়মান বহুতল ধসে পড়ে। যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন ওই বহুতলে বহু মানুষ কাজ করছিলেন। তারা সকলেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। প্রশাসন‌ও দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জানা যাচ্ছে মঙ্গলবার সকাল পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত বহু মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ঠিক কি কারণে ওই বহুতল ধসে পড়লো তা এখনো স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে বহুতল নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল।

জানা গিয়েছে,আরো তাড়াতাড়ি উদ্ধার কাজ চালাতে উদ্ধারকর্মীরা জেনারেটর চালিত ফ্লাড লাইট ব্যবহার করে ধ্বংসস্তূপ খনন করতে খননযন্ত্র ব্যবহার করছে। পাশাপাশি ভেঙে পড়া ওই বহুতলের নিকটবর্তী বাড়িগুলিকে‌ও খালি করা হয়েছে যাতে নতুন করে আর কোন দুর্ঘটনা না ঘটে।