বাহক নিউজ় ব্যুরো: বিরাট কোহলি জানিয়েছিলেন তিনি ওয়ার্ল্ড কাপের পরে টি-২০ দলের অধিনায়কত্ব করতে চান না। সেইমতোই ভারতীয় টি-২০ ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন নির্বাচিত হলেন রোহিত শর্মা। নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দলও। টি-২০ দলে এলেন ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খানের মতো নতুন মুখেরা। উল্লেখ্য, এই টিমে নেই বিরাট কোহলি।
নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব ছেড়ে দিতে চান বলে জানিয়েছিলেন বিরাট। আরো বলেছিলেন, “এটা কোনওদিন বদলাবে না। আর যদি এটা ধরে রাখতে না পারি, তাহলে আর কখনও ক্রিকেট খেলব না। আগেও যখন আমি অধিনায়ক ছিলাম না, তখনও ম্যাচের গতিপ্রকৃতি সম্পর্কে আমার যথেষ্ট আগ্রহ থাকত। দুরে হাত-পা গুটিয়ে দাঁড়িয়ে থাকব এমন মানসিকতা আমার একেবারেই নেই।”
আজ টিম ইন্ডিয়ার অফিশিয়াল টুইটারে ঘোষণা করা হল পনেরো সদস্যের টিম। রোহিতকে অধিনায়ক ও কেএল রাহুলকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলটি এরকম –
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্সর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।
বিরাট কোহলি কেন টিমে নেই সেই ব্যাপারে মুখ খোলেনি বিসিসিআই এমনকি কোহলি নিজেও। তবে জানা যাচ্ছে তিনি লম্বা ছুটি কাটিয়ে নিজেকে বিশ্রাম দিতে চাইছেন। নতুন অধিনায়ক, নতুন সহ অধিনায়ক, নতুন কোচ, সহ একাধিক নতুন মুখের ভারতীয় দলের পারফরমেন্স কেমন সেটা দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট প্রেমীরা।