Nainital Tempo Traveler Accident
Nainital Tempo Traveler Accident: নৈনিতালে ভয়াবহ দুর্ঘটনা! টেম্পো ট্রাভেলার খাদে পড়ে মৃত্যু হল দুই মেয়ের! জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: ঘুরতে যেতে আমরা সকলেই ভালোবাসি। আর ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের অন্যতম পছন্দের স্থান হল নৈনিতাল (Nainital)। ভ্রমণের তালিকায় এই স্থানটির নাম প্রত্যেকের লিস্টেই থাকে। চলতি বছরের ৩রা সকালে এই নৈনিতালেই ঘটলো বড় সড়ক দুর্ঘটনা। সত্যি, উত্তরাখণ্ডে সড়ক দুর্ঘটনা যেনো থামার নামই নিচ্ছে না, গত দেড় মাসে উত্তরাখণ্ডের নৈনিতালে ঘটা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। আসুন জেনে নেওয়া যাক কি ঘটলো? (Nainital Tempo Traveler Accident)

কিভাবে ঘটেছিল এই দুর্ঘটনা?

চলতি বছরের ৩রা সকালে এই নৈনিতালে ফের ঘটলো বড় দুর্ঘটনা। নয়ডা থেকে নৈনিতাল বেড়াতে আসা এইচসিএল (HCL) কোম্পানীর কর্মচারীদের সাথে ঘটে বড়ো একটি দুর্ঘটনা। নৈনিতাল থেকে কালাধুঙ্গিতে আসার সময় তাদের টেম্পো ট্র্যাভেল উল্টে যায় এবং এই ঘটনায় দুটি মেয়ের মৃত্যু হয়। এরপর সেই খবর তাদের পরিবারকে জানানো হয়। এমনকি, এই ঘটনার জেরে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই গুরুতরভাবে আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য সুশীলা তিওয়ারি মেডিকেল কলেজে (Sishila Tiwari Medical College) পাঠানো হয়েছে, এছাড়াও বাকি কয়েকজন সামান্য আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য কালাধুঙ্গীর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় যে, টেম্পো ট্রাভেলে চালকসহ মোট ২২ জন ছিলেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এসপি ট্রাফিক জগদীশ চন্দ্র কি বললেন?

এই দুর্ঘটনার বিষয়ে নৈনিতালের এসপি ট্রাফিক জগদীশ চন্দ্র (Jagadish Chandra) বললেন, ওই গাড়ির চালকের থেকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে জানা গেছে যে, উঁচু থেকে নীচু পথের দিকে নামার সময় টেম্পোটির ব্রেক ফেইল হয়ে যায়, আর এই কারণে এমন দুর্ঘটনা ঘটে। যাদের সামান্য আঘাত লেগেছে তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছ এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে বহুবার নৈনিতালে এমন সড়ক দুর্ঘটনা গেড়েছে, তবে বর্তমানে এই দুর্ঘটনার পর একটা বিষয় স্পষ্ট যে, উত্তরাখণ্ডে দুর্ঘটনার ধারা অব্যাহত এবং দুর্ঘটনার এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ডজন খানেক মানুষ। বর্তমানে নৈনিতাল পুলিশ (Police) এমন দুর্ঘটনা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে তৎপর।

আরও পড়ুন: Manipur: এখনও জ্বলছে মণিপুর! এরই মধ্যে ইন্টারনেট পরিষেবা চালু, কতদিন?

আরও পড়ুন: Bhopal Gas Tragedy: ভোপাল গ্যাস দুর্ঘটনার ক্ষত বিশ্ব ইতিহাসে আজও দগদগে! ঠিক কীভাবে ঘটে এই দুর্ঘটনা? জানুন ঘটনার পরবর্তী প্রভাব

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)