Table of Contents
Bahok News Bureau: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরেই ইন্ডিয়ার(India) ক্রিকেট টিমের মেগা ম্যাচ। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) নতুন বিতর্ক উস্কে দিল টিম ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচের টি শার্ট।
কী কারণে ফের মমতার নিশানায় মোদী?
কেন্দ্র সরকারের (Central Government) সারা দেশজুড়ে গৈরিকীকরণের প্রবণতার অভিযোগ বারবার সরব হয়েছে তৃণমূল। এবার মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে যে জার্সি পরা হয়, তার রং গেরুয়া হওয়ায় কড়া আপত্তি জানালেন। কেন্দ্রীয় সরকারের ‘রং দে তু মোহে গেরুয়া’ করার মনোভাব নিয়ে কটাক্ষ মমতার। আসলে শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এই বিষয়টি নিয়ে তিনি নিশানা করলেন বিজেপিকে।
কি বললেন মমতা?
মুখ্যমন্ত্রী স্পষ্টত প্রশ্ন করেছেন, ”সব গেরুয়া করে দেওয়া হচ্ছে কেন?” তিনি বলেন, “ভারতীয় ক্রিকেট দল যে জার্সি পরে অনুশীলন করছে, তার রংও গেরুয়া। ওরা পুরো দেশকে গেরুয়া রং করার চেষ্টা করছে। মেট্রো স্টেশনগুলিতেও গেরুয়া রং করা হয়েছে। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না।”
এর আগেও মমতা(Mamata Banerjee), দেশজুড়ে গৈরিকীকরণ নিয়ে কটাক্ষ করেছিলেন মোদিকে(Narendra Modi)। ভারতীয় ক্রিকেট দলের জার্সির রং গেরুয়া হওয়ায় ফের নিশানা করলেন কেন্দ্রকে। এইদিন মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সরব হন। তিনি বলেন, ”বিজ্ঞাপনে যত টাকা খরচ হচ্ছে, সেই টাকায় ১০০ দিনের কাজের শ্রমিকদের পাওনা পূরণ হয়ে যেত।” কেন্দ্রীয় সরকারের এই গৈরিকীকরণের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। উল্লেখ্য, এর আগেও ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করে দেওয়া নিয়েও বিজেপিকে কটাক্ষ করেছিলেন। এবারতিনি বলেছিলেন, “আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই।”
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।