বাহক নিউজ় ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালিত হবে ২০ দিন ধরে। আর জন্মদিনের সপ্তাহেই মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রীর জীবনী নির্ভর ছবি। তবে প্রেক্ষাগৃহে নয়, করোনা আবহের কথা মাথায় রেখে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত ছবি “প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী”। ছবির পোস্টার শেয়ার করেছেন পরিচালক।
আগামী ২৩ শে সেপ্টেম্বর এমএক্স প্লেয়ার ওটিটি প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন উপলক্ষে মুক্তি পাচ্ছে এই ছবি। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠার যে দীর্ঘ লড়াই তারই গল্প বলা হয়েছে পুরো ছবি জুড়ে।
ছবি প্রসঙ্গে অভিনেতা বিবেক ওবেরয় বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে। সিনেমার মাধ্যমে তাঁর গল্প বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া, আমার কাছে সম্মানের। মোদীজীর গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া থেকে তাঁর ঐতিহাসিক জয় এবং শেষপর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার যাত্রার কথা তুলে ধরা হয়েছে সিনেমায়। আমি খুশি যে এই অনুপ্রেরণামূলক গল্পটি সিনেমার পর্দায় উঠে আসছে।”
২০১৯ সালেই প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তি পাওয়ার কথা থাকলেও ভোটের কারণে নির্বাচন কমিশন মুক্তির দিন পিছিয়ে দেয়। তারপর করোনা আবহে প্রেক্ষাগৃহও বন্ধ ছিল বহুদিন। অবশেষে দর্শকদের কথা ভেবেই ওটিটি তে মুক্তি পাচ্ছে এই ছবি।
পরিচালক উমঙ্গ কুমারের বক্তব্য , ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনকে উদযাপন করতেই তৈরী করা হয়েছে এই বায়োপিক। প্রতিটা মানুষ তাঁর জীবনের গল্প থেকে উদ্বুদ্ধ হবেন আশা করছি। এমন একটি ছবির পরিচালনার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি।” আপাতত ছবি মুক্তির অপেক্ষায় নরেন্দ্র অনুগামীরা।