বাহক নিউজ় ব্যুরো: উল্টো করে জাতীয় পতাকা উত্তলন করায়, বিতর্কে মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী।
ক্ষুদিরাম বসুর স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। রাজ্যের মন্ত্রী নিজের হাতে পতাকার দড়ি খুলে উত্তোলন করলেন৷ তার পরেই হলো বিপত্তি। দেখা গেলো পতাকা উল্টো। তাই নিয়েই  শোরগোল।
জানা গিয়েছে, বুধবার শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে কেশপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই বিপত্তি বাঁধলো। পতাকা উত্তোলন করছিলেন রাজের মন্ত্রী ও জেলাশাসক। উত্তোলনের পর সবাই লক্ষ্য করেন যে পতাকাটি উল্টো। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসতেই পতাকার দড়ি বাঁধার আগেই পাল্টে দেয়া হয়। এই ঘটনা ঘটায় চরম বিতর্কের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী ও জেলাশাসক।
এই ঘটনা জানাজানি হতেই কটাক্ষ করলেন বিরোধীরা। তাঁরা বলেন, দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা না থাকায় এরকম হয়েছে। এভাবে দেশ কে অবমাননা করা ঠিক হয়নি।বিরোধীরা এই ঘটনাটি নিয়ে যেভাবে সরব হয়েছেন তাতে এই ঘটনার জল যে বহুদূর গড়াবে তা বোঝা যাচ্ছে।
এই ভাবে দেশের পতাকার প্রতি অবমাননা দেখে অনেকেই ধিক্কার জানিয়েছেন।