বাহক নিউজ় ব‍্যুরো: স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের অন‍্যতম সশস্ত্র আন্দোলন হল নকশালবাড়ি আন্দোলন। নকশালবাড়িতে প্রথম আন্দোলনের আগুন জ্বলে উঠলেও তা দাবানলের মতো সারা ভারতে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। এই আন্দোলনের নেতৃত্বে ছিল সিপিআইএম‌এল। বিশ্বের সকল বামপন্থীদের কাছে অন‍্যতম ঐতিহাসিক আন্দোলনের দলিল হিসেবে থেকে গেছে এই নকশাল আন্দোলন।

এবার এই নকশাল আন্দোলকে নিয়েই তৈরী হতে চলেছে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় এর নির্দেশনায় একটি নতুন ওয়েব সিরিজ। তিনটি সিজন ধরে তুলে ধরা হবে এই সিরিজের গল্প। ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হবে এই সিরিজে। জানা গেছে প্রথম সিজনে নকশাল আন্দোলনের কাহিনী, পটভূমি এবং এই আন্দোলনের প্রধান নেতা চারু মজুমদারের জীবনের খুঁটিনাটি দিক তুলে ধরা হবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই চারু মজুমদার‌ই যে ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্র তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই নাম ভূমিকাতেই অভিনয় করবেন ন‌ওয়াজ‌উদ্দিন সিদ্দিকী। অভিনেতা সিদ্ধার্থ শঙ্কর রায় ও প্রথম সিজনের একটি মুখ‍্য চরিত্রে থাকবেন। অপরদিকে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ‍্যমন্ত্রীর ভূমিকায় থাকবেন।সব‍্যসাচী চক্রবর্তী।

এই প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করবেন এই দুই বিখ‍্যাত অভিনেতা। শুধু তাই নয় থাকবেন আরো তাবড় তাবড় অভিনেতা। তালিকায় রয়েছেন পরেশ রাওয়াল, বোমন ইরানি। খুব সম্ভবত জ‍্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে।

আপাতত জোরকদমে চলছে চিত্রনাট্য লেখার কাজ, যদিও তা একেবারে শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই শুরু হবে এই সিরিজের শ‍্যুটিং। একটি আন্তর্জাতিক ওটিটি প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে নকশালবাড়ি আন্দোলন নিয়ে তৈরী হ‌ওয়া এই ওয়েব সিরিজ।