বাহক নিউজ় ব্যুরো : মায়ের পাশেই শুয়ে ছিল ২৩ দিনের সদ্যোজাত। সারারাত জাগার ক্লান্তির পর মায়ের চোখ জুড়ে নেমে এসেছিল ঘুম। আর সে সময়েই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা।
মুখের ওপর বালিশ চাপা পড়ে মর্মান্তিক পরিণতি সদ্যোজাত শিশুর। শ্বাস আটকে মৃত্যু হল তার। প্রগতি ময়দান থানা এলাকার উচ্ছেপোতায় এখন শোকের ছায়া। তবে নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু তার তদন্তে পুলিশ।
অপর্ণা দাস তাঁর ২৩ দিনের সন্তানকে নিয়ে প্রগতি ময়দান থানা এলাকায় বাপের বাড়িতে আসেন। তাঁর শ্বশুরবাড়ি মধ্যমগ্রামে। এদিন বাপেরবাড়িতে শিশুকে পাশে নিয়ে শুয়েছিলেন অপর্ণা। ঘুম নেমে এসেছিল তার চোখে। কিন্তু শিশুটির ঘুম ভেঙে যায়, সে নিজের মতো হাত পা ছড়িয়ে খেলতে থাকে।
অপর্ণার পরিবারের দাবী তাদের মেয়ের যখন ঘুম ভাঙে তখন দেখে শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। তার মুখের ওপর বালিশ পড়ে ছিল একটি। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু এখানেই কিছু প্রশ্ন এসে দাঁড়ায়। কিভাবে ওইটুকু শিশুর মুখের ওপর বালিশ এসে পড়লো? মায়ের ঘুম কেন ভাঙলো না?? তিনি সত্যিই কিছুই টের পাননি?? তবে প্রাথমিকভাবে পুলিশ এটাকে দুর্ঘটনার ফল বলেই ধরে নিচ্ছে।
সন্তানকে হারিয়ে কার্যত বাকশক্তিহীন মা। মাঝে মাঝেই জ্ঞান হারাচ্ছেন তিনি। এইটুকু শিশুর এমন অকস্মাৎ মৃত্যুতে পরিবারসহ শোকস্তব্ধ গোটা পাড়া।