বাহক নিউজ় ব‍্যুরো: গত ১৩ অক্টোবর থেকে মাদক মামলায় জেল খাটছেন সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করেছে এনসিবি। এই মামলাতেই এবার নতুন মোড়। প্রায় ১৮ কোটি টাকার লেনদেন।হয়েছে বলে জানিয়েছেন এক প্রত‍ক্ষ‍্যদর্শী।

কিছুদিন আগেই গ্রেফতারের পর আরিয়ান খানের সঙ্গে এক ব‍্যক্তির সেলফি ভাইরাল হয়েছিল। ওই ব‍্যক্তি এনসিবির সদস্য নন, তিনি প্রাইভেট ইধভেসটিগেটর কে পি গোসাভি। যিনি অভিযোগ করেছেন তিনি নিজেকে এই কে পি গোসাভির দেহরক্ষী বলেই দাবী করেছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই দেহরক্ষী প্রভাকর স‌ইল বলেছেন, তিনি বলেছেন এই মামলায় যে টাকার লেনদেন হয়েছে তা তিনি নিজের চোখে দেখেছেন। ১৮ কোটি টাকার ডিল হয়েছে বলে তিনি দাবী করেছেন। যদিও এমন অভিযোগ মিথ‍্যে বলে দাবী করেছেন। সমীর ওয়াংখেড়ে এই অপপ্রচারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সূত্রের খবর এনসিবির সিসিটিভি ফুটেজেও এমন কোনো কথা হয়নি।