বাহক নিউজ় ব্যুরো: প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উপভোগ্য ম্যাচ দেখতে পেলেন ক্রিকেট-প্রেমীরা। এক ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় ১৬৭ রান তুলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-২০ ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বেয়ারস্ট এবং বাটলার ধীর গতিতেই ইনিংস শুরু করেন।১৩ রানে বেয়ারস্টকে সাজঘরে ফেরান নিউজিল্যান্ড জোরে বোলার মিলনে। বাটলার ইশ সোধির বলে এলবিডব্লিউ হন ২৯ রানে। ডেভিড মালান এবং মঈন আলির জুটিতে ভর এগিয়ে যায় ইংল্যান্ড। মালান ৩০ বলে ৪১ রান করেন এবং মঈন আলি ৩৭ বলে ৫১রান করেন। স্লগ ওভারে লিভিংস্টোন ও মর্গ্যান ইংল্যান্ডকে ১৬৬ রানে পৌছে দেন। সাউদি,মিলনে,সোধি,নেশাম এক উইকেট করে নেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

১৬৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতেই মার্টিন গাপ্টিল এবং কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। মিশেল ও কনওয়ের জুটিতে ধীরে ধীরে ইনিংসের ভিত গড়ে তোলে নিউজিল্যান্ড। ৩৮ বলে ৪৬ রানে লিভিংস্টোনের বলে ফিরে যান কনওয়ে।মিশেল অপরাজিত থাকেন ৪৭ বলে অনবদ্য ৭২ রান করে। শেষ দিকে জেমস নেশামের ১১ বলে ২৭ রান উল্লেখযোগ্য। দুইটি করে উইকেট পান ওকস এবং লিভিংস্টোন, একটি উইকেট আদিল রশিদের নামে।

এই ম্যাচে যেন ২০১৯ ওয়ান-ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। ফাইনালে তাদের সামনে মুখোমুখি হবে দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিজয়ী টিম।