বাহক নিউজ় ব্যুরো: বিরাট কোহলি,রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সামির মতো তারকা খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল গড়ল ভারত। অবশ্যই বিরাটকে পাওয়া যাবে দ্বিতীয় টেস্টে। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।
অধিনায়ক নির্বাচিত হয়েছেন আজিঙ্কা রাহানে। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে ফিরে অধিনায়কত্ব করবেন। রাহানে দ্বিতীয় টেস্টে সহ অধিনায়কত্ব করবেন।
দলে নতুন মুখ উইকেটরক্ষক শ্রীকর ভরত। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান ও ভালো উইকেট কিপিং ভারতীয় দলের দরজা খুলে দিল শ্রীকরের জন্য। তিনি ৭৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরিতে ৪২৮৩ রান করেছেন।
দলে ফিরেছেন স্পিনার জয়ন্ত যাদব এবং উইকেট রক্ষক ঋধ্বিমাম সাহা। আগামী ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৩রা ডিসেম্বর থেকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পুজারা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ। এবং দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি।