বাহক নিউজ় ব্যুরো: অংশুমান প্রত্যুষ পরিচালিত নতুন ছবি ‘নির্ভয়া’-র পোস্টার প্রকাশ্যে এলো আজ । পোস্টার জুড়ে একটি মেয়ের মুখ , সে নাবালিকা, তার চোখের জলে একটি শিশুর ভ্রূণের আকৃতি। নীচে লেখা ছবির নাম, ” নির্ভয়া, সমাজের লক্ষ্মী”। এই ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখছেন হিয়া দে।
ছবিতে রয়েছে টলিউডের একাধিক পরিচিত মুখ । অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি ১৩ বছরের মেয়েকে ঘিরে । একটি গণধর্ষণের ঘটনার শিকার হয় সে। তারপর সেই বালিকার লড়াই ই হয়ে ওঠে গল্পের মূল উপজীব্য। দিল্লির নির্ভয়া কাণ্ডের কোনো ছায়া নেই অবশ্য , বরং দেখা গেছে উন্নাও কান্ডের ছায়া।
একটি ঘটনায় বালিকার গোটা পরিবারের সবাই মারা যান, আর সে প্রতিনিয়ত আইনের সঙ্গে লড়াই করে চলে। ওই বালিকা গণধর্ষিতা হওয়ার পর ছয় মাস কোমায় চলে যায়। এরপর সে সুস্থ হওয়ার পর জানা যায় সে অন্তঃসত্ত্বা । দেরি হয়ে যাওয়ায় ওই বালিকাকে গর্ভপাত করানোর অনুমতি দেয়নি আদালত । এরপর এক শিশুর জন্ম দেয় ওই বালিকা।
নির্ভয়া ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখছেন হিয়া দে । এছাড়াও ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র ও শান্তিলাল মুখোপাধ্যায়। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রতীক কুন্ডু। প্রত্যুষ প্রোডাকশন ও অমৃক এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি।
‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছিল হিয়া। সেখানেই দর্শকদের সঙ্গে তাঁর পরিচিতি। দর্শকরা পছন্দ করেছিলেন এই একরত্তি কে। বর্তমানে ‘ফেলনা’ ধারাবাহিকে অভিনয় করছেন হিয়া। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে নির্ভয়া ছবির শুটিং । অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার ,গৌরব চক্রবর্তী ও শান্তিলাল মুখোপাধ্যায়কে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। বিচারকের ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী । গোটা ছবিতে।গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আদালত। ছবিতে বারবার বলা হয়েছে ‘দয়া নয়, বিচার চাই’। একটি বাচ্চা মেয়ের লড়াইয়ের গল্প বলবে নির্ভয়া।