বাহক নিউজ় ব্যুরো: অবশেষে ‘পাটকেলে’ হুঁশ ফিরে এলো ব্রিটেন সরকারের। বেশ অনেক দিন ধরেই ‘কোভিশিল্ড’ কেন্দ্র করে ভারতের সঙ্গে ব্রিটেনের বিবাদ চলছিল। এই বিবাদের অবসান হল অবশেষে ‘কোয়ারেন্টাইন’ প্রসঙ্গে ব্রিটেন সরকারের  নয়া ঘোষণার মাধ্যমে। ব্রিটেনের নয়া নিয়ম আগামী সোমবার অর্থাৎ ১১ই অক্টোবর থেকে কার্যকরী হবে ব্রিটেনে।

ব্রিটেনের তরফে এই ঘোষণাটি করা হয়েছে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে অর্থাৎ ৮ই অক্টোবর তারিখে। ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস স্বয়ং ব্রিটেন সরকারের এই সিদ্দান্ত জানালেন। এদিন, তিনি টুইটারে নিজ টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করেন। উল্লেখ্য, সেই টুইটে তাঁর একটি ভিডিও বার্তাও যুক্ত করা ছিল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ওই টুইট অনুযায়ী, “ব্রিটেনে যাওয়া ভারতের কোনো পর্যটক যদি কোভিশিল্ড বা ব্রিটিশ অনুমোদিত টিকা নিয়ে থাকেন, তাহলে ব্রিটেনে তাঁদেরকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। নয়া নিয়ম কার্যকরী হবে ১১ই অক্টোবর তথা সোমবার থেকে। বিগত মাসে ভারত সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ”।

আরও পড়ুন – দীর্ঘ ১৮ মাস বিদেশি পর্যটকদের নিষেধাজ্ঞা, অবশেষে ভারতে প্রবেশে অনুমতি কেন্দ্রের

Published on Saturday, 9 October 2021, 12:35 pm | Last Updated on Saturday, 9 October 2021, 12:35 pm by Bahok Desk