বাহক নিউজ় ব্যুরো: সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ হয়েছে গতকালে। সমবেদনা জানিয়েছেন দল নির্বিশেষে রাজনৈতিক মহলের সকলেই। ব্যতিক্রম বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়।

সবাই যখন সুব্রত বাবুর মৃত্যুতে সমবেদনা জানাচ্ছেন তখন রূপা লেখেন, “সবাই যেন হঠাৎ বালিগঞ্জে একা গেল। সরি বস।” এরপর ওই পোস্টের ভিতরে রূপা আরো বিস্ফোরক কিছু মন্তব্য করেন। তাঁর দাবি, “২০২১ বিধানসভা নির্বাচনের আগে BJP-তে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, চুক্তি পছন্দ হয়নি তাঁর।” এরপর তাঁর মন্তব্য, “পশ্চিমবঙ্গে অনেক ক্ষতি করেছেন। সুবিধাবাদী! আমার কোনও সমবেদনা নেই।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্রয়াত তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে লেখা রূপার পোস্টে প্রতিবাদী কমেন্টের উত্তর দিতে গিয়ে রূপা আরো বলেন, “পুজো জাঁকজমক করা আর টাকা তোলা ছাড়া যার কোনও অবদান ছিল না। তাঁর জন্য আমার কোনও শ্রদ্ধা নেই।” কিছুদিন আগে মারা গিয়েছেন কলকাতা পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাস। তাঁর প্রসঙ্গ টেনে বিজেপি নেত্রীর মন্তব্য, “তিস্তাকে নিয়েছো বস। কিছু তো ফেরত নেবে মা কালী।”

বর্ষীয়ান নেতা সম্পর্কে রূপার এই ধরনের মন্তব্যে দল নির্বিশেষে ক্ষুব্ধ নেটিজেনরা। বিরোধীর সঙ্গে বিরোধীতার জায়গা রাজনীতির ময়দানে, ব্যক্তি জীবনে কেন তার প্রভাব পড়বে, প্রশ্ন নেটিজেনদের