
Bahok News Bureau: বহু বছর পর বদলে গেল নোকিয়ার লোগো (Nokia Logo Changed)। দীর্ঘ ৬০ বছর পরে নোকিয়া নিজের আইকনিক লোগো পরিবর্তন করেছে। রবিবারে সংস্থার তরফে নতুন লোগো (Nokia New Logo) প্রকাশ্যে আনা হয়।
নোকিয়া লোগো পরিবর্তন করল কেন?
নোকিয়ার সিইও (CEO) পেক্কা লান্ডমার্ক (Pekka Lundmark) জানিয়েছেন যে, আগের লোগো মানুষের মনে শুধুমাত্র নোকিয়ার ফোন হিসাবেই ধরা দিত। নতুন লোগো ‘ব্যবসায়ী প্রযুক্তি সংস্থা’র (business technology company) পরিচয় বহন করবে।
কে নোকিয়ার নতুন লোগো ডিজাইন করেছে?
নোকিয়ার নতুন লোগো ডিজাইন করেছে ‘ক্রিয়েটিভ কনসালটেন্সি লিপিনকোট’ (creative consultancy Lippincott) সংস্থা।
নোকিয়ার তরফে পেশ করা হয়েছে স্মার্টফোনের নতুন দুটি মডেল। এদের নাম যথাক্রমে নোকিয়া সি২২ (Nokia C22) ও নোকিয়া সি৩২ (Nokia C32)। নোকিয়ার এই মডেলগুলি কত দামে বাজারে পাওয়া যাচ্ছে এবং এর সুবিধা কী কী, চলুন জেনে নেওয়া যাক।

Nokia C22-এর ফিচার ও দাম (NokiaC22 Features & Price):
এই মডেলের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট IPS LCD সম্পন্ন। এই স্ক্রিনের রেজোলিউশন ৭২০ x ১৬০০ এবং অ্যাস্পেক্ট রেশিও ২০:৯। এই স্মার্টফোনটি ‘Android 13 (Go edition)‘ সম্পন্ন এবং এতে অক্টাকোর ‘Unisoc SC9863A’ (২৮nm) প্রসেসর রয়েছে। এই মডেলে স্টোরেজে দুই রকমের বিকল্প রয়েছে। দুই বিকল্পেই স্টোরেজের বেশ ভালো রকমের সুবিধা দেওয়া হয়েছে। এই মডেলটি ২ জিবি RAM ও ৬৪ জিবি আভ্যন্তরীণ স্টোরেজ এবং ৩ জিবি RAM ও ১২৮ জিবি আভ্যন্তরীণ স্টোরেজ অপশনে পাওয়া যাবে।
এই মডেলের ব্যাটারি পাওয়ার দুর্দান্ত। ৫০০০ mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে NokiaC22 মডেলে, এই মডেল ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর ফোনে পিছনদিকে দুটি ক্যামেরা (Rear Camera) রয়েছে, একটি ১৩ মেগাপিক্সেল বিশিষ্ট এবং অপরটি ২ মেগাপিক্সেল বিশিষ্ট। এছাড়াও এতে সেলফি সেন্সর সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা (Front Camera) রয়েছে।
এই মডেলের দাম ৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু।
এই মডেলটি মিডনাইট ব্ল্যাক (Midnight Black) ও স্যান্ড (Sand) রঙের অপশনে পাওয়া যাচ্ছে।
NokiaC32-এর ফিচার ও দাম (NokiaC32 Features & Price):
এই মডেলের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট IPS LCD সম্পন্ন। এই স্ক্রিনের রেজোলিউশন ৭২০ x ১৬০০ এবং অ্যাস্পেক্ট রেশিও ২০:৯। এই স্মার্টফোনটি ‘Android 13 (Go edition)’ সম্পন্ন এবং এতে অক্টাকোর ‘Unisoc SC9863A’ (২৮nm) প্রসেসর রয়েছে। এই মডেলে স্টোরেজে দুই রকমের বিকল্প রয়েছে। দুই বিকল্পেই স্টোরেজের বেশ ভালো রকমের সুবিধা দেওয়া হয়েছে। এই মডেলটি ৩ জিবি RAM ও ৬৪ জিবি আভ্যন্তরীণ স্টোরেজ এবং ৪ জিবি RAM ও ১২৮ জিবি আভ্যন্তরীণ স্টোরেজ অপশনে পাওয়া যাবে।
এই মডেলের ব্যাটারি পাওয়ার দুর্দান্ত, ৫০০০ mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে NokiaC32 মডেলে, এই মডেল ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে পিছনদিকে দুটি ক্যামেরা (Rear Camera) রয়েছে, একটি ৫০ মেগাপিক্সেল বিশিষ্ট এবং অপরটি ২ মেগাপিক্সেল বিশিষ্ট। এছাড়াও এতে সেলফি সেন্সর সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা (Front Camera) রয়েছে।
এই মডেলের দাম ১১ হাজার ৩০০ টাকা থেকে শুরু।
এই মডেলটি চারকোল (Charcoal), অটাম গ্রিন (Autumn Green) ও বিচ পিঙ্ক (Beach Pink) রঙের অপশনে পাওয়া যাচ্ছে।
Published on Tuesday, 28 February 2023, 12:24 am | Last Updated on Tuesday, 28 February 2023, 12:29 am by Bahok Desk







