Table of Contents
Bahok News Bureau: বর্তমানে সাইবার প্রতারণার (Cyber Crime) শিকার অনেকেই হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বনগাঁ (Bongaon) উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার (Ashok Kirtania) নাম। তাঁর কাছ থেকে হাতিয়ে নেওয়া হলো ২ লক্ষ ২০ হাজার টাকা। আদতে কি ঘটেছিল আসুন জেনে নেওয়া যাক।
কি ঘটেছিল?
চলতি বছরের মার্চ মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J.P. Nadda) নাম করে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সঙ্গে করা হয় আর্থিক প্রতারণা। পুলিশ সূত্রে জানা যায় যে, চলতি বছরের ২০শে মার্চ জেপি নাড্ডার নাম করে বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছে একটি ফোন আসে। রাজস্থানে (Raiasthan) একটি অনুষ্ঠানের জন্য তাঁকে টাকা পাঠাতে বলা হয়। দলের শীর্ষ নেতার নাম করে চাঁদা চাওয়া হচ্ছে শুনে বিধায়ক জানান তিনি টাকা পাঠাবেন। সেই মতো তিনি ২১শে মার্চ নিজের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা পাঠান। কিছুদিন পর বিধায়ক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
গ্রেফতার দুই অভিযুক্ত
এরপর তিনি ১৩ই এপ্রিল বনগাঁ (Bongaon) সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে নামেন পুলিশ। গুজরাটের (Gujrat) মরবি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার তাদের বনগাঁ (Bongaon) মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে আরো জানা যায়, ধৃতদের নাম সোনু সিংহ ও অর্জুন প্রজাপতি। পুলিশের প্রাথমিক অনুমান এই প্রতারণা চক্রের পাণ্ডা হলেন সোনু সিংহ (Sonu Singh)। ইতিমধ্যে তাদের কাছ থেকে একাধিক নথি ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।