বাহক নিউজ ব্যুরো: বাপের বাড়ি থেকে আনতে হবে টাকা নয়তো চলবে অত্যাচার। পণের দাবীতেই গৃহবধূকে হত্যা করেছে তার শশুরবাড়ির লোক , এই অভিযোগ দায়ের করা হয়েছে হাবড়ার গাইঘাটা থানায়। শশুর-শাশুড়িকে পুলিশ গ্রেফতার করলেও, পলাতক স্বামী অয়ন ঘোষ ও দেওর অর্ক ঘোষ।
মৃতার পরিবারের অভিযোগ তিনবছর আগে গাইঘাটা থানার অন্তর্গত আনন্দ পাড়ার নিবাসী অয়ন ঘোষের সাথে বাগদা থানার অন্তর্গত মালিপোতার বাসিন্দা সুলেখা ঘোষের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই সুলেখার ওপর ক্রমাগত শারীরিক ও মানসিক অত্যাচার চলতো।
সুলেখার বাবা পুলিশকে জানান যে মেয়ে তাদের কাছে সব খুলে বললে তিনি সাধ্যমতো টাকা দেওয়ার চেষ্টা করতেন। এরপর ও সুলেখা অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি ফেরত চলে এলেও তাকে আবার বুঝিয়ে ফেরত পাঠানো হয়। গত ২৪ তারিখ তারা মেয়েকে দেখতে গেলে দেখেন যে সুলেখাদেবী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার গায়ে অজস্র মারের দাগ।
মৃতার শশুর শাশুড়িকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবী করছে সুলেখার পরিবার।
Published on Thursday, 26 August 2021, 3:36 pm | Last Updated on Thursday, 26 August 2021, 3:36 pm by Bahok Desk









