বাহক নিউজ় ব্যুরো: শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক গ্লাইডিং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
জানা গিয়েছে স্থানীয় সময় সকাল ৬ টা ৪০ মিনিটে উত্তর কোরিয়ার পাহাড়ি এলাকার জাগাং প্রদেশ থেকে এই পরীক্ষা চালানো হয়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে যেহেতু উত্তর কোরিয়া তার প্রতিরক্ষা ক্ষমতা হাজার গুণ বাড়াতে চায় তাই এই উৎক্ষেপণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সংবাদমাধ্যমে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা দাবী করেছেন মিসাইলটির নাম হোয়াজং-৮। এটির উৎক্ষেপণ সফল হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। প্রথমবারের পরীক্ষাতেই উত্তীর্ণ এই মিসাইল। মার্কিন বিশেষজ্ঞরা দাবী করেছেন লিকুইড প্রপেলান্ট ইঞ্জিন ব্যবহার করে এই মিসাইল তৈরী হয়েছে। এর আগে ২০১৭ তে এই ধরণের ইঞ্জিন ব্যবহার করে একটি মিসাইল তৈরী করেছিল উত্তর কোরিয়া। তারপর এমন মিসাইল তৈরী করল এই প্রথম।
দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কোরিয়ান যুদ্ধ শেষ করার কথা জানানো হয়েছে। কিন্তু সে কথা মানতে নারাজ উত্তর কোরিয়া। আবারও মিসাইল পরীক্ষা করে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন এটা বুঝিয়ে দিলেন যে কোনো অবস্থাতেই তিনি পিছু হটতে নারাজ।