বাহক নিউজ ব্যুরো: মোবাইলে মগ্ন দৃষ্টি, কানে হেডফোন, ভ্রুক্ষেপ নেই কোনোদিকেই আর এই অসতর্কতার মাশুল গুনতে হল নিজেদের জীবন দিয়ে। চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল চার কিশোরের। দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে এই চার কিশোর কানুয়াগোছ স্টেশন এলাকায় রেলপথের আপলাইনে বসে সন্ধ্যার সময় পাবজি খেলছিলেন। দূর থেকে একটি মালগাড়ি আসতে দেখে তারা সরে গিয়ে ডাউনলাইনে এসে বসেন।
আপলাইনে আসা মালগাড়ির আওয়াজ ও কানে হেডফোন থাকার দরুন ওই চার কিশোরের কেউই টের পাননি যে ডাউনলাইন দিয়ে ধেয়ে আসছে দেওঘর-আগরতলা এক্সপ্রেস, এবং এই ট্রেনের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় চারটি তরতাজা প্রাণের।
ঘটনার পর অনেকক্ষণ রেললাইনেই পড়ে ছিল চারটি মরদেহ, পরে গ্রামবাসীরা তা উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করেন। রেল পুলিশকে খবর দিলেও তারা আসেননি বলে স্থানীয়দের অভিযোগ।
মৃতদের পরিবারের কাছ থেকে জানা গিয়েছে ওই চার কিশোর ভিন্নরাজ্যে শ্রমিকের কাজ করতেন, রাখী পূর্ণিমার ছুটি উপলক্ষে বাড়িতে এসেছিলেন তারা।