বাহক নিউজ় ব্যুরো : বুধবার ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটি । অলিম্পিকে রৌপ্য পদক জেতা রবি দাহিয়ার এক অন্যরকম দাবি সামনে এসেছে। তিনি ক্রীড়া কর্তৃপক্ষ এবং ক্রীড়া মন্ত্রী কে খেলারত্নের পরিবর্তে অর্জুন পুরস্কার প্রদানের জন্য অনুরোধ করবেন। রবি এটি করেছেন কারণ তিনি উভয় পুরস্কারে সম্মানিত হতে আগ্রহী।
প্রথম বছরেই খেলরত্ন পুরস্কার পাওয়ার পর তিনি আর অর্জুন পুরস্কার পেতে পারবেন না। প্রথমবারের মতো এমন দাবি করলেন কোনো ক্রীড়াবিদ । এর আগে জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটি ২০২১ সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এর জন্য টোকিও অলিম্পিকে ভারতের সোনাজয়ী জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়াসহ ১১ জন খেলোয়াড়ের নাম প্রস্তাব করেছে।
এবছর অলিম্পিক চলার কারণে ২৯ শে আগস্ট পুরস্কার দিতে পারেননি রাষ্ট্রপতি। নীরজ ছাড়াও , কুস্তিগীর রবি দাহিয়া,অলিম্পিক পদক বিজয়ী বক্সার লভলিনা বোরগোহাইন, ফুটবলার সুনীল ছেত্রী, মহিলা ক্রিকেটার মিতালি রাজ, হকি খেলোয়াড় পি আর শ্রীজেশ সহ সিরিজের মোট ১১ জন খেলোয়াড় এই তালিকায় রয়েছেন।
এগুলি ছাড়াও, টোকিও প্যারাঅলিম্পিকে সোনা সহ দুটি পদক জিতে ইতিহাস সৃষ্টিকারী মহিলা প্যারা শুটার অবনী লেখারাসহ ৩৫ জন খেলোয়াড়ের নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে, যাদের মধ্যে ক্রিকেটার শিখর ধাওয়ানও রয়েছেন।