Table of Contents
Bahok News Bureau: টেনিসের একটি আন্তর্জাতিক ইভেন্ট হলো ডেভিড কাপ। পুরুষরাই এই খেলায় অংশগ্রহণ করে থাকেন। এটি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয় এবং 140 টিরও বেশি দেশ প্রতি বছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। ITF আয়োজকরা এটিকে “টেনিসের বিশ্বকাপ” হিসাবে ঘোষণা করে থাকে। এই বছর বর্তমানে চলছে ডেভিড কাপ। আর সেখানেই ঘটেছে এক অভাবনীয় ঘটনা। খেলা চলছিল ব্রিটেন আর সার্বিয়ার মধ্যে। সেখানেই উঠে এলো ‘সৌজন্যবোধের’ প্রশ্ন। হঠাৎ ব্রিটিশ সমর্থকদের চুপ করতে বললেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। ঠিক কী ঘটেছিল?
ঠিক কী ঘটেছিল?
বিশ্বের এক নম্বর তথা সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ (Novak Djokovic) অত্যন্ত হতাশ ব্রিটিশ সমর্থকদের ব্যবহারে।গ্রেট ব্রিটেনকে হারিয়ে ডেভিস কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে সার্বিয়া। ব্রিটিশ টেনিসের নতুন মুখ ক্যামেরন নুরিকে ৬-৪, ৬-৪ হরান বিশ্বের এক নম্বর তারকা। তাও তিনি ব্রিটেন সমর্থকদের বলছেন, “ওই সব সমর্থকেরা অন্যদের সম্মান দেওয়ার শিক্ষা পায়নি”।
1900 সালে গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চ্যালেঞ্জ হিসাবে এই প্রতিযোগিতা শুরু হয় । 2023 সাল নাগাদ, 155টি দেশ প্রতিযোগিতায় দলে প্রবেশ করে। এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র যারা ৩২টি শিরোপা জিতেছে আজ অবধি।২০২২ সালে এই টুর্নামেন্ট টি জিতেছিল কানাডা।
ব্রিটিশ টেনিসের নতুন মুখ ক্যামেরন নুরিকে ৬-৪, ৬-৪ হরান বিশ্বের এক নম্বর তারকা। সার্বিয়া শনিবার সেমিফাইনালে খেলেছে ইটালির বিরুদ্ধে। কিন্তু জোকোভিচ হতাশ ব্রিটিশ দর্শকদের ব্যবহারে। সেদিন ব্রিটিশদের হারানোর পর তিনি কোর্টে সাক্ষাৎকার দেওয়ার সময় বেশ কিছু ব্রিটেন সমর্থক প্রবল জোরে ড্রাম বাজাতে শুরু করেন। বাধ্য হয়ে নোভাক তাঁদের থামতে বলেন। তিনি জানান, প্রতিপক্ষকে সম্মান করার ব্যাপারটাও শিখতে হয়।
জোকোভিচ বক্তব্য:
সাংবাদির বৈঠকে জোকোভিচ বলেছেন, ‘‘পুরো ম্যাচে ওরা বড্ড বেশি অসম্মান করেছে সার্বিয়াকে। অবশ্য তার জন্য নিজেকে তৈরি রাখারও দরকার ছিল। এটা স্বাভাবিক যে দর্শকেরা কখনও কখনও নিজেদের সীমা অতিক্রম করে ফেলবে।’’সার্বিয়ার তারকার আরও মতে খেলার মাঠে দুপক্ষের সৌজন্য যেমন খুবই জরুরি, তেমনি দর্শকদের ও একটু পরিণত হওয়া দরকার। তিনি বলেন “কখনও কখনও মাথা গরম হয়ে গেলে আপনিও নিজের বিরক্তি প্রকাশ করে ফেলতে পারেন। খেলা দেখতে আসা মানুষদের এই ব্যবহার কাঙ্ক্ষিত নয়”।
এই ঘটনার পর সেমি ফাইনাল ও ইতি মধ্যে খেলে ফেলেছে সার্বিয়া, বিপক্ষে ছিল ইতালি। সেখানেই স্বপ্ন ভঙ্গ নোভাকের।শনিবার, সার্বিয়াতে আয়োজিত ডেভিস কাপের সেমিফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হন ইতালির জানিক সিনার। নোভাক প্রথমে ভালো খেললেও সেমি ফাইনালে জয়ের হাসি হেসেছেন শেষ অবধি সিনারই। তিনি, ২-৬, ৭-৫ ম্যাচ জিতে নেন।
এদিন ম্যাচ শেষে এক সাংবাদিক সাক্ষাৎকারে জকোভিচ বলেন “আমার কাছে এই হার একটা বিরাট বড় হার। এত কাছে এসে আমাকে অবশেষে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে। তিনটি ম্যাচ পয়েন্ট নিয়ে জয়ের কাছাকাছি চলে এসেছিলাম আমি, কিন্তু অবশেষে জিততে পারিনি। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক, কিন্তু দিনের শেষে এটাই খেলা। কেউ হারবে আর কেউ জিতবে। কিন্তু যখন আমি নিজের দেশের হয়ে খেলতে নামছি, তখন এই হার একটা অন্যরকম কষ্ট দেয়।”
আরও পড়ুন: 26/11 Mumbai Attack, ‘কাসব কি বেটি’ দেবীকা রোটাওয়ানের কী অবস্থা
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।