PM Narendra Modi-Mallikarjun Kharge: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল বিশ্বাসঘাতকতার অভিযোগ! কি বললেন খড়গে? জেনে নিন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: চলতি বছরের ১১ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তেলেঙ্গানার (Telengana) সেকেন্দ্রাবাদে (Secunderabad) একটি সমাবেশে উপস্থিত ছিলেন এবং সেখানে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন তখন একজন মহিলা তাঁর সাথে কথা বলার জন্য একটি লাইট টাওয়ারে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি তুমুল ভাইরাল হয় (Social Media Viral Video)। এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হয়। প্রধানমন্ত্রী সেই মহিলাকে টাওয়ার থেকে নামতে অনুরোধ করেন, কারণ এটি বিপজ্জনক। তেলেঙ্গানায় ঘটা এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এরপর আক্রমণ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে (Mallikarjun Kharge)।

লাইট টাওয়ার গার্ল ইস্যুতে মল্লিকার্জুন খড়গের প্রতিক্রিয়া: (Mallikarjun Kharge’s reaction on Light Tower Girl)

খড়গে দৃশ্যটিকে “খুব বিরক্তিকর” বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, সেই মহিলা দেশের প্রকৃত সমস্যাগুলির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আসলে টাওয়ারে টাওয়ারে উঠেছিলেন। তরুণ ভারত মোদী সরকারের (Modi Government) বিশ্বাসঘাতকতায় বিরক্ত। তিনি উচ্চ বেকারত্বের হার, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অসমতার বিষয়গুলি তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ লেখা একটি পোস্টে খড়গে মোদী সরকারের (Modi Government) বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

PM Narendra Modi-Mallikarjun Kharge: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল বিশ্বাসঘাতকতার অভিযোগ! কি বললেন খড়গে? জেনে নিন বিশদে, গ্রাফিক্স: বাহক

তাঁর বক্তব্য, “তরুণ ভারত চাকরির আশা করেছিল, কিন্তু বিনিময়ে মোদী সরকারের (Modi Government) শাসনে ৪৫ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। মানুষ অর্থনৈতিক ক্ষমতায়ন চেয়েছিল, কিন্তু বিনিময়ে বিজেপি মুদ্রাস্ফীতি বাড়িয়েছে, যার কারণে সঞ্চয় ৪৭ বছরের সর্বনিম্নে নেমে এসেছে। তারা সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের জন্য আকুল ছিল, কিন্তু মোদি সরকার (Modi Government) তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য দিয়েছে”।

তাঁর আরও সংযোজন, “ভারতের ৫ শতাংশ সর্বাধিক ধনী ভারতের ৬০ শতাংশের বেশি সম্পদের মালিক, আর অপরদিকে মধ্যবিত্ত এবং দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার পরিবর্তে মোদি সরকার দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঘৃণা ও বিভেদের বীজ বপন করেছে। মোদি সরকার এবং বিজেপি ভারতের তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে চূর্ণ করে দিচ্ছে!

আরও পড়ুন: Karar Oi Louho Kopat Controversy: ‘কারার ওই লৌহ কপাট’ বিকৃতি বিতর্কে মন্তব্য কুণালের, ক্ষমা চাইলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী এ আর রহমান? জানুন বিস্তারে

আরও পড়ুন: এ কী করে দেখালেন বিরাট কোহলি! খুশিতে আত্মহারা বিরাট পত্নী। জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)