বাহক নিউজ় ব‍্যুরো: শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সিরিজ বাতিল করে দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম‍্যাচ খেলার কথা ছিল দুই দেশের জাতীয় দলের। কিন্তু কিউয়ি ম‍্যানেজমেন্ট দাবী করে তাদের ওপর জঙ্গি হামলা হতে পারে জানিয়েছিল নিউজিল্যান্ড বোর্ড।

এর জেরেই তড়িঘড়ি সফর বাতিল করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে‌। কিন্তু তাতেও সমস‍্যা মেটেনি। আচমকা এই সফর বাতিল করায় প্রচন্ড ক্ষুব্ধ পিসিবি‌। বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হ‌ওয়ার কথাও বলেছেন বোর্ডের নতুন চেয়ারম্যান রামিজ রাজা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

টুইট‍্যারে নিজের হতাশা ব‍্যক্ত করে বোর্ড প্রধান রামিজ লেখেন , ” কোন দুনিয়ায় বাস করে নিউজিল্যান্ড? নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করে দিল। এদিকে পুরো বিষয়টাই আমাদের খুলে বলা হয়নি। ক্রিকেটার, সমর্থকদের জন‍্য খারাপ লাগছে। আমরা বিষয়টা নিয়ে আইসিসি তে যাবো। সেখানে ওদের জবাবদিহি করতে হবে।”

শুধু রামিজ‌ই নন গোটা ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন পাক ক্রিকেটাররা। সফর বাতিল হ‌ওয়ার পর শোয়েব আখতার টুইট করেন , “পাকিস্তান ক্রিকেটকে হত‍্যা করল নিউজিল‍্যান্ড”। প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও এই ঘটনায় বিরক্তি প্রকাশ করে লিখেছেন “নিউজিল্যান্ড , তোমরা কি জানো এই সিদ্ধান্তের প্রভাব কতটা?”

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নামছিল কিউয়িরা। এই সিরিজটি বাতিল হ‌ওয়ায় হতাশ পাক অধিনায়ক বাবর আজম‌ও। তিনি বলেন, ” আচমকা সিরিজ বাতিল হ‌ওয়ায় আমরা খুব হতাশ। এই সিরিজ কোটি কোটি পাকিস্তানি ক্রিকেট ভক্তদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারতো”। দীর্ঘদিন পর আবার সুস্থতার পথে এগোচ্ছিল পাকিস্তানি ক্রিকেট। এই ঘটনা আবার সেই পথকে কিছুটা হলেও দুর্গম করে দিল।