
Table of Contents
Bahok News Bureau: বার বার ট্রোলিংয়ের মুখে পড়েও ঘুরে দাঁড়ালেন কেএল রাহুল (KL Rahul)।
চলছে ওডিআই বিশ্বকাপ (ODI world cup 2023)। আগামীকাল ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের সেমি ফাইনাল। বিশ্বকাপ জুড়ে ইন্ডিয়া রয়েছে ফুল ফর্মে। তবে ওডআই চলাকালীন সময়ে সহ অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) পড়তে হয়েছিল ট্রোলিংয়ের মুখে। টি-টোয়েন্টিতে তাঁর খারাপ পারফরম্যান্স তাঁকে ট্রোলিংয়ের মুখে ঠেলে দিয়েছিল। তবে ভারত বনাম নেদারল্যান্ডসে (India Vs Netherlands) কেএল রাহুলের পারফরম্যান্স তাঁর ঝুলিতে এনে দিয়েছে নতুন রেকর্ড। ভারতের এই সহ অধিনায়ক ভেঙে দিয়েছে অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ রাহুলের পারফরম্যান্স কেমন ছিল?
চলতি বিশ্বকাপে ৫ নম্বরে ব্যাটিং করছেন কেএল রাহুল (KL Rahul)। তিনি মিডিল অর্ডারে ব্যাট করে ভারতীয় দলের ক্ষেত্রে বেশ স্থিতিশীলতা এনে দিয়েছিস। এই জায়গায় ব্যাটিং করা খুব একটা সহজ নয়। গত ৮ই নভেম্ববর চেন্নাইয়ের মাঠে ভারত বনাম অস্ট্রেলিয়ার মাঠেও তাঁর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এই ইনিংসে তিনি ১১৫ বলে ৯৭ রান করেন। এই মধ্যে দিয়ে তিনি বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে পার্টনারশিপে ভারতের ছিন্নভিন্ন ইনিংসে স্থিতিশীল করেন। এরপর লখনৌতে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে পার্টনারশিপে ৯১ রান করেন। যেখানে তিনি ৫৮ বলে ৩৯ রান করে ইনিংস স্থিতিশীল করেন।
দ্রুততম সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন কেএল রাহুল
গত রবিবার ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে নিজেকে নতুন ভাবে তুলে ধরেছেন কেএল রাহুল। এদিন তিনি ৬২ বলে ১০০ রান করে নতুন নজির গড়েন। তিনি রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড করেছেন (KL Rahul recorded the fastest century by an Indian batter in the ODI World Cup)। চলতি বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচে ৮৪ বলে ১৩১ রান করেছিলেন রোহিত শর্মা। আর ১০০ রান করেছেন মাত্র ৬৪ বলে। যেখানে মাত্র ৬৪ বলে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভাঙলেন রাহুল। বর্তমানে ভারতীয় ক্রিকেটার হিসাবে একদিনের বিশ্বকাপে দ্রুততম শতরান করার রেকর্ড গড়লেন কেএল রাহুল।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ কেএল রাহুলের মোট রান কত?
সেঞ্চুরি করার পর কেএল রাহুল জানিয়েছেন, “আমি রেকর্ডের জন্য খেলি না। আমি মনে করি দল জিতলেই সেই নজির সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আমি গত ছয় মাস যে পরিশ্রম করেছি, তার সুফল পাচ্ছি।” প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বিশ্বকাপে গড় রান ৬৯.৪০ এবং স্ট্রাইক-রেট ৯৩.৫৩ নিয়ে তিনি মোট ৩৪৭ রান করেছেন। এছাড়া ওডিআই বিশ্বকাপের ইটিহাসে তিনি চারজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন, যিনি গড়ে ৫ এবং ৪ নম্বরে খেলে ১০০০ এর বেশি রান করেছেন। বর্তমানে তাঁর মোট রানের সংখ্যা ১৬৩৫।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।