আজ ২১শে জুলাই। প্রতি বছরের মতই এ বছরও সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আকাশ।
কাল বুধবার ভোর থেকেই হালকা মেঘাচ্ছন্ন ছিলো শহরের আকাশ। আজ বেলা বাড়ার সাথে সাথে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারনে অস্বস্তি বজায় থাকবে।
আজ সর্বাধিক তাপমাত্রা ৩১ডিগ্রি সেলসিয়াস,ও সর্বনিম্ন ২৭ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এবং বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমান ৯০ ও ৯৭ শতাংশ।
আরও জানা গিয়েছে যে, আজ হালকা বৃষ্টি হলেও কাল থেকে বৃষ্টির পরিমান বাড়বে। উপকূল সংলগ্ন এলাকায় ভারি বৃষ্টির ও সম্ভবনা আছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই দু দিন কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মাঝের দুদিন বৃষ্টি কমলেও আবার সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তবে শুধু দক্ষিন নয়, প্রবল বৃষ্টির বেশ কিছুদিন ধরে সাক্ষী উত্তরের জেলাগুলিও। যা এখনই থামার কোনো পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘন্টা সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তে ভারী থেকে অতিভারী বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
২৩জুলাই বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হবার কথা, পাশাপাশি ২৬জুলাই বাংলাদেশের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।তাই আগামী সপ্তাহেও এই নিম্নচাপের জেরে উপকূল সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গত কয়েকবারের ২১শে জুলাই ও বৃষ্টির দেখা পেয়েছে রাজ্যবাসী।