পতিতালয়ে ওদের জন্ম, বেড়ে ওঠা। তথাকথিত ভদ্র সমাজ ওদের দেখে বাঁকা চোখে। করোনা আবহে ওদের স্কুল বন্ধ। এরকম অবস্থায় ডায়মন্ডহারবারের ‘রেড লাইট এরিয়া’র শিশুদের নিয়ে শুরু হল ‘৫ টাকার পাঠশালা’।

ডায়মন্ড হারবারের স্বেচ্ছাসেবী সংস্থা ‘পরিচয় ফাউন্ডেশন’ এমন অভিনব উদ্দ্যোগ নিয়েছে। অভাব অনটনের কথা চিন্তা করে সামান্য সাম্মানিক হিসেবে ছাত্র-ছাত্রী প্রতি পাঁচ টাকা করে নিচ্ছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। স্কুলছুট, অভাবী ছেলে-মেয়েদের অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর পথে নিয়ে আসাই লক্ষ্য তাদের। ‘পরিচয় ফাউণ্ডেশনের সেক্রেটারি স্বপ্না মিদ্যা এই প্রসঙ্গে বলেন, “ডায়মন্ডহারবারের যেন ট্যাগলাইন হয়ে গিয়েছে নিষিদ্ধপল্লি! অনেক বাংলা সিনেমাতেও নিষিদ্ধপল্লি হিসাবে ডায়মন্ড হারবারের এলাকা তুলে ধরা হয়েছে। এই ট্যাগলাইন ঝেড়ে ফেলার জন্য প্রয়োজন সকলের শিক্ষা। যা পতিতালয়ের শিশুরা সাধারণত পায় না। স্কুলের দূরত্ব বা গাইডের অভাবে অনেক শিশু চতুর্থ শ্রেণির পরেই স্কুলছুট হয়। আবার আর্থিক কারণে অনেকে অষ্টম শ্রেণির পর স্কুলছুট হয়ে যায়। স্কুলছুটের সমস্যা ঘোচাতে এবং আগামী প্রজন্ম যাতে অন্ধকারে হারিয়ে না যায়, সেজন্যই ৫ টাকার পাঠশালা খোলা হয়েছে।” পাঁচ টাকার পাঠশালা কার্যত একটি স্কুলের মতোই পরিকল্পনামাফিকভাবে সমস্তটা সংগঠিত করবে। এখানে যেমন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের সমস্ত ক্লাসের স্টুডেন্ট আছে, তাদের ক্লাসের প্রতিটি বিষয় পড়ানো হয়, তেমনই মানসিক বিকাশের জন্য নাচ,গান,আঁকা,আবৃত্তি ও শেখানো হয়। ছাত্র-ছাত্রী সংখ্যা ইতিমধ্যেই পঞ্চাশ পেরিয়ে গিয়েছে। এবং এটা আরো বাড়বে।

শুধু দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে নয়, হাওড়া, হুগলির রেড লাইট এরিয়াগুলোর শিশুদের নিয়েও আরো কিছু পাঁচটাকার পাঠশালা খোলার পরিকল্পনা আছে স্বপ্না মিদ্যাদের। স্বপ্নারা স্বপ্ন দেখছেন এবং দেখাচ্ছেন, একইসঙ্গে স্বপ্নকে বাস্তবেও পরিণত করছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

শুভময় মল্লিক

Published on Saturday, 24 July 2021, 7:57 am | Last Updated on Saturday, 24 July 2021, 8:19 am by Bahok Desk