এমনিতেই আগের কয়েকদিনের দিনভর বৃষ্টিতে ভাসছে এ রাজ্যর একাধিক জায়গা। এ যেনো আবার গোদের ওপর বিষফোঁড়া। আবারও বাংলার আকাশ মেঘাচ্ছন্ন।
কাল বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। হালকা থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে কাল দিনভর, আবার রাতে বৃষ্টির পরিমান কিছুটা কমলেও আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও বেশ ভারি বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এমনিতেই কাল সকাল থেকে বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমেছে। আজ আবার যে ভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে জল যন্ত্রণা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরো জানা গিয়েছে যে, আজ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ও দুই ২৪পরগনায় ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতা, বাকুড়া, বীরভূম, নদিয়া,ইত্যাদি জায়গায় ববজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ বঙ্গের সাথে উত্তর বঙ্গেও ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার, মালদা জেলায় ভারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উপকুল অংশে যে ঘূর্নবাত সৃষ্টি হয়েছে তার জেরেই এই রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং দিনভর বৃষ্টি চলবে। আজ কলকাতার সর্বচ্চ তাপমাত্রা থাকবে৩১ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ঘন্টায় এ রাজ্যে বৃষ্টিপাত হয়েছে ০২৫.১মিমি।
এমনিতেই বাংলার বিভিন্ন জায়গা জলের তলায়।তার উপর এভাবে বৃষ্টি হয়ে চলেছে, এবং DVCও জল ছাড়ছে। তাই জল বাড়ছে বিভিন্ন জেলায়। এভাবে জল বাড়তে থাকলে আবার নতুন করে প্লাবিত হতে পারে বহু এলাকা।
তাই আবারও জলযন্ত্রনার মুখোমুখি হতে চলেছে এই জেলা গুলির মানুষ।
Home Article অন্যরকম খবর আবারও রাজ্যে জারি হলো অতিভারি বৃষ্টির পূর্বাভাস, আবারও রাজ্যজুড়ে জলযন্ত্রণা