ইয়াসের ক্ষত এখনো আমাদের কাছ থেকে মুছে যায়নি। যে ভাবে মানুষের ক্ষতি হয়েছিল, তার জন্য এখনো মানুষজন ঠিক মতন ঘুরে দাড়িয়ে উঠতে পারেনি। এর সাথে কোভিড-১৯, লকডাউন, মানুষের আয়ের পথ অনেকাংশে বন্ধ করেছে। সেই অবস্থায় হাওড়া-হুগলী জেলার বেশ কিছু অংশ নিম্নচাপের প্রভাবে গভীর বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে বন্যা দেখা দিয়েছে আর যার ফলে ওইসব এলাকা তথা হাওড়া জেলার উদয়নারায়নপুর এর বেশ কিছু অংশ এখনো জলের তলায়।
এই জায়গার কথা জানতে পারেন, ভালোবাসার রূপকথা পেড়ো নামের এক ফেসবুক গ্রুপ। জানতে পারেন সেই ইঞ্চলের মানুষেরা এখনও জলের তলায়, তারা জীবিকা নির্বাহ দূরের কথা, মানুষের থাকার জায়গা নেই। এইসব মানুষদের কথা মাথায় রেখে এদের সাহায্যর্থে এগিয়ে এলো এক ফেসবুক গ্রুপ ভালোবাসার রূপকথা পেড়ো।এই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে উদয়নারায়নপুর এর গজা এলাকায় প্রায় ১২০টির বেশি পরিবারের হাতে ত্রান তুলে দেওয়া হয়।এছাড়াও ত্রানের পাশাপাশি বেশ কিছু স্বাস্থ্যকর খাবার তুলে দেন ওই ফেসবুক গ্রুপের বেশ কয়েকজন মেম্বার সাগর,পুস্পেন্দু,সুদীপা,পৃথা,অর্পন ও কার্তিকরা।এই ফেসবুক গ্রুপের এক অ্যাডমিন সফিকুল ইসলাম বলেন,এই সময় এইসব মানুষদের পাশে দাড়াতে পেরে খুব ভালো লাগছে।
উল্লেখ্য এর আগেও এই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অনেক সামাজিক মূলক কাজ করা হয়েছে বলে জানিয়েছেন ওই ফেসবুক গ্রুপের মেম্বররা।