বাহক নিউজ় ব্যুরো: তবে কি নতুন রূপে ফিরে এল ‘জামতাড়া গ্যাং’? হ্যা, অনেকে এমনটাই মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের ফাঁদে ফেলে আদায় করা হচ্ছে লক্ষাধিক টাকা।
সাইবার অপরাধের জন্য কুখ্যাত ছিল ‘জামতাড়া গ্যাং’। এবার তারা ইনস্টামের নেটিজেনদের যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করছেন। একেকজনের থেকে দাবি করছেন লক্ষাধিক টাকা। টাকার অঙ্ক অনেকটা বড় কিন্তুু সম্মান খোয়াতে কেই বা চায়? তাই সামর্থ থাকলেই ওই টাকা দিতে বাধ্য হচ্ছেন অনেকে। বিভিন্ন রাজ্যের পুলিশের কাছে সম্প্রতি একই ধরনের বহু অভিযোগ জমা পড়েছে। পুলিশ ধারণা করছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে এই ধরনের অপরাধমূলক কাজগুলো পরিচালনা করা হচ্ছে।
দিল্লি পুলিশের কাছে এক অভিযোগকারী জানিয়েছেন, ‘‘একজন মহিলা ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ নাম্বার চান। অপরিচিত হয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়ায় বিষয়টা একটু সন্দেহজনক ঠেকে। মেসেজের উত্তর না দেওয়ায়, কয়েক মিনিটের মধ্যেই ওই মহিলা ইনস্টাগ্রামে ভিডিয়ো কল করেন। অনবরত সাত-আট বার কল করেছে। কিন্তু বিষয়টা আমল দিইনি প্রথমে। বার বার বিরক্ত করায় শেষ বার কলটা রিসিভ করি। সেটি রিসিভ করতেই ফোনের ও পারে আবছায়ায় দেখতে পাই কোনও মহিলা নগ্ন অবস্থায় কিছু করছেন! বিষয়টি ঠিক কী, তা বুঝে উঠতেই ১৫ সেকেন্ড সময় লেগে গিয়েছিল। তার পরই ফোনটা কেটে দিই।”
ভিডিও কলটা কাটার কিছুক্ষণ পরে ওই ব্যক্তিতে তার তার পরিচিতরা একটি ভিডিও পাঠিয়ে প্রশ্ন করতে থাকেন। তিনি বলেন, “ভিডিয়ো কলের ওই সময়ের মধ্যে অপরাধীরা আমার ছবি নিয়ে সেটা সুপারইম্পোজ করে অন্য কারও দেহের সঙ্গে জুড়ে দিয়ে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে! ভিডিয়োটা এমন ভাবে বানানো হয়েছে যে দেখে মনে হচ্ছিল আমি কারও সঙ্গে যৌনালাপ করছি।’’
গত জুলাইয়ে আগ্রা পুলিশ ভিডিও কলের মাধ্যমে ব্ল্যাকমেলের জন্য তিনজনকে গ্রেফতার করে করেছিল। গত কয়েকদিনের অভিযোগগুলির সঙ্গে ওই দলের সম্পর্ক আছে কিনা সেটাই খতিয়ে দেখবে পুলিশ।