সেই চা কাকু এবার তাঁর নিজের চায়ের দোকানে

ফের একবার ভাইরাল হলেন ‘চা-কাকু’। সেই ‘চা-কাকু’ যার একটা সহজ সরল প্রশ্ন ‘আমরা কি চা খাব না,খাব না আমরা চা?’ রাতারাতি ভাইরাল হয়েগিয়েছিল গত বছরের জনতা কার্ফুতে। এবার চা-কাকু জনতাকে চা খাওয়াতে খুলে ফেললেন নিজস্ব চায়ের দোকান।

গত বছর তখন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র দুই-তিনজন, লকডাউন শুরু হয়নি, একদিনের জন্য পরীক্ষামূলকভাবে ছিল জনতা কার্ফু। ওইদিন সকালে এক সাংবাদিক একটা চায়ের দোকানের সামনে এসে প্রশ্ন করেন, “আপনারা জনতা কার্ফুতে বেরিয়েছেন কেন?” তখন পরবর্তীতে চা-কাকু নামে পরিচিত পাওয়া মৃদুল দেবের বলা সরল প্রশ্নটি “আমরা কি চা খাব না, খাব না আমরা চা?” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মৃদুল দেব এবার জনতা চা খাওয়াতে চান, চায়ের দোকান খুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। ‘চা কাকু’ ক্যাপশানে লিখেছেন, ‘আমার নতুন দোকান। ছোট করে শুরু করলাম। যারা যারা আমার দোকানে চা খেতে চাও চলে এসো। এই দোকানের ঠিকানা 11/3/c বিজয়গড়, কলকাতা 700032’।

জনতা কার্ফু থাকলেও চা কেন খাওয়া যাবে না, এ সরল প্রশ্নটিকে নিয়ে নেটিজেনরা অসংখ্য মিম, মজার ভিডিও করেন। কিন্তু পরে জানা যায় তিনি পেশায় দিনমজুর, তাই লকডাউন উপেক্ষা করেই তাঁর কাজে বেরোনো আর কাজের ফাঁকে একটু চা পানের বিরতি। দিনমজুর মৃদুল বাবু এবার চায়ের দোকান খুলে আশা করছেন, করোনা পুরোপুরি দূর হলে তাঁর চায়ের দোকান ভালোই চলবে। আর নেটিজেনরা অপেক্ষা করছে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ছুটে চলে যাবে চা-কাকুর হাতের চা খেতে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

শুভময় মল্লিক