বাহক নিউজ় ব্যুরো: এবার প্রকাশ্যে এল কোভিড-১৯ ভাইরাসের আরো এক নতুন ভ্যারিয়েন্টের পরিচয়। নিত্যনতুন ভ্যারিয়েন্টের শনাক্তকরণ করোনা নিয়ে চিকিৎসা ব্যবস্থাকে রীতিমতো বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘মু’ এবার সমস্যা আরো বাড়িয়ে দিল।
জানুয়ারি মাসে কলম্বিয়াতে প্রথম এই ‘এমইউ’ বা ‘মু’ এর শনাক্তকরণ হয়। বৈজ্ঞানিকভাবে একে চিহ্নিত করা হয়েছে বি-১৬২১ হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ হিসেবে শ্রেণীবিন্যাস করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে যে এই ভ্যারিয়েন্টের রূপান্তরিত হওয়ার ক্ষমতা থাকার দরুণ এটি ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিরোধে সক্ষম হতে পারে।
নতুন এই ভ্যারিয়েন্টটি নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে হু। ইতিমধ্যে করোনার সমস্ত ভ্যারিয়েন্টের মধ্যে ‘ডেল্টা’ সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে প্রমাণিত হয়েছে। যদিও করোনা সহ অন্য সমস্ত ভাইরাসেরই রূপান্তর ঘটে এবং মূল ভাইরাসের সাথে রূপান্তরিত ভাইরাসের মূল বৈশিষ্ট্যের মিল থাকেনা বললেই চলে। সেক্ষেত্রে সহজে তারা বিস্তার লাভ করে এবং ওষুধ বা ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।
বিশ্বে এখনো অবধি চারটি ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ণ’ এর খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ‘আলফা’ ও ‘ডেল্টা’ বহুদেশে নিজেদের বিস্তার লাভ করেছে। পঞ্চম ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ “মু” এর ওপর আপাতত নজরদারি চালাচ্ছে হু।
Published on Thursday, 2 September 2021, 11:43 am | Last Updated on Thursday, 2 September 2021, 11:43 am by Bahok Desk









