নয়নতারা ফুলের নাম শোনেনি এরকম মানুষ বোধহয় খুব কম আছেন। শুধু ফুল ই নয় এই গাছের মূল, কান্ড, পাতা সব কিছুরই গুনাগুন আপরীসিম। আপনি যদি এর গুনাগুন জেনে না থাকেন তাহলে জেনে নিন আজই।
প্রতিদিন আমাদের কিছু না কছু কাজ করতে হয়,অনেকের ই অফিসে সারাদিন কাজ করার পর অনেক ক্লান্তি দেখা দেয় এই ক্লান্তি থেকে মুক্তি পেতে ভরসা রাখা যেতে পারে এই গাছের ওপর। এছাড়া অনেক মহিলাদেরই অনিয়মিত পিরিয়ড, রিতুস্রাব, মাসে একাধিক বার পিরিয়ডের সমস্যা দেখা যায়, তার জন্য এই নয়নতারা গাছের ফুল খুব উপকারি। এছাড়াও লিউকোরিয়া রোগে এই গাছ অনেক উপকারে আসে।
আয়ুর্বেদ মতে,এই গাছের পাতা দিয়ে চা খেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। কিছু ঘোরোয়া উপকরনের সাথে এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করলে অনেক রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। যেমন…..
1. ডায়াবেটিস..
ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এই নয়নতারা গাছের পাতা খুবই উপকারী। সকালে খালি পেটে এই গাছের পাতা থেত করে ১চামচ রস জলে গুলে খেলে অনেক উপকার পওয়া যায়। তাছাড়া নয়নতারা গাছের ফুল ও মূল শুকনো করে ১গ্রাম পরিমান নিয়ে ১কাপ জলে সারারাত ভিজিয়ে রেখে, সকালে ওই জল ফুটিয় ১/২কাপ করে রাতে ও দিনে খেলে উপকার পাওয়া যায়। ১০দিন খওয়ার পর রক্ত পরীক্ষা করিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন।
2. অনিয়মিত পিরিয়ড ও লিউকোরিয়া……
এখনকার দিনে বেশিরভাগ মেয়েদের একটা কমন সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো অনিয়মিত পিরিয়ড বা মাসে একাধিকবার পিরিয়ড এই সমস্যায় নয়নতারা গাছের ফুল খুব উপকারে আসে। এছাড়া লিউকোরিয়ার মতো রোগ থেকেও মুক্তি পাওয়া যাবে।
ব্লাড প্রেশার….
রাতে ঘুমোতে যাবার আগে ৯-১০টি নয়নতারা গাছের পাতা বেটে তার রস পান করলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ও হার্ট সুস্থ থাকে। এই গাছের মূল ও ফুল কৃমি নাশ করতেও সাহায্য করে।
স্কিন সমস্যা….
যারা বিভিন্ন ধরনের চুলকানি ও ফাঙ্গাস জাতীয় সমস্যায় ভোগেন তারা এই নয়নতারা গাছের পাতা বেটে তার রস দিয়ে স্কিন পরিস্কার করলে ভালো ফল পাবেন।
ট্রেস দূর করা….
বর্তমান দিনে মানুষের প্রচুর কাজের চাপ থাকে এর ফলে বিভিন্ন রকম রোগে ভোগে মানুষ জেমন ঘুম না হওয়া, হাইপার টেনশন, ভুলে যাওয়ার সমস্যা ইত্যাদি, আর পরে এগুলো থেকেই বড়ো কোনো রোগের সৃষ্টি হয়। তাই এই ছোটো ছোটো সমস্যা গুলি থেকে রেহায় পেতে নয়নতারার কোনো তুলনা হয় না।
তাই এই গাছের ফুল, পাতা, মূল এর প্রায় সবটুকু অংশ থেকেই আমরা উপকার পেয়ে থাকি।