এই সেই ফুটেজের এক মুহুর্ত

সারমেয় আর ভালো লাগছে না? ছেড়ে এসেছেন অন্য কোথাও? কিংবা এখনও ছেড়ে না এলেও ছেড়ে আসার কথা ভাবছেন? খবরদার! এমন পদক্ষেপ নেওয়ার কথা একদম ভাববেন না! বিশেষ করে যদি আপনি কুইটো এলাকার বাসিন্দা হন। কারণ, এমন পদক্ষেপ নিলে আপনাকে দিতে হতে পারে বিশাল অর্থের জরিমানা। হ্যাঁ, যেগুলো বলা হয়েছে, সেগুলোর প্রত্যেকটা অক্ষর সত্য, একটাও মিথ্যা না। সম্প্রতি কুইটোতে ঘটেছে এমনই এক ঘটনা, যেটা উপরিলিখিত সাবধানবাণীকে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করবে।

সম্প্রতি দক্ষিণ আমেরিকার ‘কুইটো’-এর দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত ‘লস চিলোস’ অঞ্চলে ঘটেছে এমনই এক ঘটনা। ওই এলাকার ‘কোনোকোটো’ এলাকায় ‘অ্যালগোডনসিটো’ ব্রিডের সারমেয়-এর মালিক তাকে এক স্থানে পরিত্যাগ করেছিল। এই সম্পূর্ণ ঘটনাটিই ইউ এলাকার একটি সিকিওরিটি ক্যামেরায় বন্দী হয়ে যায়। যার ফলরূপে উক্ত ব্যক্তিকে জরিমানারূপে ৪,০০০ ইউএসডি দিতে হবে। ভারতীয় মুদ্রা অনুসারে, ওই জরিমানা ২,৯৮,১৩৮.৬০ টাকার সমান। এই ঘোষণাটি করা হয়েছে খোদ মেট্রোপলিটন কন্ট্রোল এজেন্সি (এএমসি)-এর তরফেই।

সারমেয়কে ছেড়ে যাওয়ার ওই সিকিওরিটি ক্যামেরার ফুটেজটি নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আধিকারিকদের তরফে জানানো হয়েছে, সারমেয় পরিত্যাগ করা ব্যক্তিকে যে জরিমানা দিতে হচ্ছে, তা নির্ধারিত হয়েছে মূলত মেট্রোপলিটন অর্ডিন্যান্স ০১৯-২০২০ –এর ভিত্তিতে। এই অধ্যাদেশের অধীনেই ওই ব্যক্তিকে ৪,০০০ ইউএসডি জরিমানারূপে দিতে হবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই ঘটনাটি প্রকাশ্যে আসে চলতি মাসের ৭ তারিখে অর্থাৎ ৭ই জুলাই তারিখে। ওইদিনে এক টুইটার ব্যবহারকারীই সিকিওরিটি ক্যামেরায় রেকর্ড করা ওই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় এবং নিশ্চিতরূপে সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘সান ফ্রান্সিস্কো ডে কুইটো’-এর তরফে করা এক অধ্যয়ন অনুযায়ী, প্রায় ৬০০ সংখ্যক পোষ্য ক্ষুধায় জর্জরিত হয়ে, শীতের কষ্ট ভোগ করে, বৃষ্টিতে ভিজে কোনো নির্দিষ্ট আশ্রয় ছাড়াই রাস্তায় জীবন অতিবাহিত করতে বাধ্য হয়।

ইবতিসাম খান