বাহক নিউজ় ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় ছোট খাটো গুজব রোজই ছড়াতে থাকে। কিন্তুু এত ভারতীয় পুরুষ হকি টিম সম্পর্কে এত বড় গুজবে অবাক হতে হয়। ‘উইথ আরজি’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছড়ায় যে পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং বলেছেন,কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত হকি টিম অ্যাওয়ার্ডের আর্থিক পুরষ্কার গ্রহণ করবে না।
একদিনের মধ্যেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই পেজটি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফ্যানরা চালায়। রাহুল গান্ধীকে সংক্ষেপে আরজি নামে উল্লেখ করা হয় এই পেজে। এই ফ্যান পেজটিতে প্রায় ৮ লক্ষ ফলোয়ার আছে। এমন কোনও সূত্র নেই, যা থেকে জানা যায় যে মনপ্রীত সিং অলিম্পিকে হকি দলের পারফরম্যান্সের জন্য কেন্দ্র সরকারের কোনও পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। জানা যায় না কারণ এরকমটা ঘটেনি। কেন্দ্র সরকার এখনও পর্যন্ত কোনো প্রাইজ মানি ঘোষণা করেইনি। তাছাড়া হকি একটি দলগত খেল,মনপ্রীত সিং তার দলের সদস্যদের অনুমোদন ছাড়া নিজের সিদ্ধান্ত নিতে পারেন না।
কৃষি আইন সম্পর্কে মনপ্রীত সিংয়ের অবস্থান অজানা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালোই। তাঁর টুইটার প্রোফাইলে দেখা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতে গিয়ে মনপ্রীত টুইট করেছেন, “স্যার আপনার উৎসাহের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখানেই শেষ নয়, জাতির জন্য আরও বেশি সম্মান অর্জন করতে কঠোর পরিশ্রম করব আমরা! জয় হিন্দ! ” মনপ্রীত ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল হ্যান্ডেলের একটি অভিনন্দন বার্তার জবাবও দিয়েছিলেন। ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জেতার পর, তিনি উত্তর দিয়েছিলেন, “সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।” ব্রোঞ্জ মেডেল ম্যাচে ভারত জার্মানিকে পরাজিত করার পর প্রধানমন্ত্রী মোদীও মনপ্রীত সিংকে ফোন করেছিলেন। “অনেক, অনেক অভিনন্দন আপনাকে এবং পুরো টিমকে, আপনি ইতিহাস সৃষ্টি করেছেন। পুরো দেশ আনন্দে ভরে গেছে। আপনার পরিশ্রমের ফল হয়েছে। আপনি অনেক পরিশ্রম করেছেন, দয়া করে আমার পক্ষ থেকে সমগ্র দলের জন্য শুভ কামনা।”
যেহেতু কংগ্রেস তিনটি কৃষি আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাই কংগ্রেসের একাংশের কর্মী দ্বারা পরিচালিত ফেসবুক পেজগুলি থেকে কৃষি বিলের বিরুদ্ধে ভারতীয় হকি দলকে জুড়ে দিয়ে এরকম গুজব ছড়ানো হয়েছে। নেটিজেনদের একাংশ ও সংবাদমাধ্যমের একাংশ এরকম গুজবকে বিশ্বাস করেছিল।