ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ৪৪-তম অধিবেশনে হরপ্পার নিদর্শনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকার অন্তর্গত করা হলো। এই অধিবেশন ২৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়ার তালিকায় স্থান পাওয়ার দৌড়ে গুজরাটের ঢোলাভিরা ছাড়াও ইরানের হাওয়ারমন, জাপানের জোমোন জর্ডন থেকে এস সল্ট এবং ফ্রান্সের নাইস-এর নামও ছিল।
ওয়র্ল্ড হেরিটেজ-এর এই অধিবেশন চীনের ফুঝো এলাকা থেকে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশন ১৬ জুলাইয়ে শুরু হয়েছে এবং ৩১ শে জুলাই শেষ হবে।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এটি টুইট করে জানানো হয়েছে। নিঃসন্দেহে, এই ব্যাপারটি ভারতের জন্য খুবই গর্বের ব্যাপার। এর আগে, ২৫শে জুলাই তারিখে তেলেঙ্গানার কাকাটিয়া রুদ্রেশ্বারা মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। উল্লেখ্য, তেলেঙ্গানার ওই মন্দির ৮০০ বছরের পুরনো। কাকটিয়া রুদ্রেশ্বারা মন্দির আঞ্চলিকভাবে রামাপ্পা মন্দির নামেও পরিচিত।
উল্লেখ্য, হরপ্পার যে নিদর্শনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে সেটির নাম হল ঢোলাভিরা। এই এলাকা হরপ্পা নগর সভ্যতার প্রাচীনতম নিদর্শন। এটি গুজরাটের কচ্ছ জেলার ভচাক্তু তালুকা এলাকার খদিরবেট স্থানে অবস্থিত তথা কচ্ছের রণের নুনের বিশাল ময়দানের মাঝে অবস্থিত। এই এলাকায় রয়েছে সিন্ধু সভ্যতার নিদর্শন। উল্লেখ্য, ঐতিহাসিকবিদেরা অনুমান করেছেন যে, ৩৫০০ খ্রিস্টপূর্ব নাগাদ এই সভ্যতা শুরু হয় এবং ১৮০০ খ্রিস্টপূর্বে অবসান ঘটে।
ইবতিসাম খান
Published on Thursday, 29 July 2021, 3:00 pm | Last Updated on Thursday, 29 July 2021, 3:00 pm by Bahok Desk












