বাহক নিউজ় ব্যুরো: এক ব্যক্তি হয়েছেন করোনায় আক্রান্ত, এমতাবস্থায় তিনি নিজেকে কোয়ারেন্টাইনে না রেখে বিমানে চড়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু, করোনা বিধিনিষেধ কড়া হওয়ার কারণে এবং বিমান বন্দরের সক্রিয় কর্মীদের তৎপরতায়, করোনা রিপোর্ট পজেটিভ থাকতে, তা তো সম্ভব নয়। এহেন, তিনি নিলেন এমন এক সিদ্ধান্ত, যা সবাই কে অবাক করে ছেড়ে দিয়েছে। তিনি তাঁর স্ত্রীর ছদ্মবেশে বিমান বন্দরে পৌঁছালেন বিমানে চড়ার জন্য। যদিও, তাঁর এই পরিকল্পনা তাঁর জন্য ইতিবাচক ফলাফল মোটেই দেয়নি। তাঁর এই পরিকল্পনা তাঁকে পৌঁছে দিল পুলিশের দুয়ারে।
সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ইন্দোনেশিয়ার বাসিন্দা। তিনি বিমানে চড়ার জন্য তাঁর স্ত্রীর বোরখা ব্যবহার করেন। একই সঙ্গে একটি ভুয়ো আইডি ও একটি নেগেটিভ আরটি-পিসিআর রেজাল্টের রিপোর্ট রাখেন। রবিবারে, সেই বিমানের এক ফ্লাইটে অ্যাটেন্ডেন্ট লক্ষ্য করেন যে, ওই ব্যক্তি শৌচাগারে গিয়ে পূর্বে পরিহিত কাপড় বদলে এলেন।
এ প্রসঙ্গে শীর্ষ পুলিশ আধিকারিক আদিত্য লক্ষ্মীমাডা জানিয়েছেন, “অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রীর নামে টিকিট বুক করেছেন, এমনকি তাঁর স্ত্রীরই আইডি কার্ড, পিসিআর রেজাল্ট এবং টিকার শংসাপত্র সঙ্গে নিয়েছিলেন তিনি। সমস্ত কিছুই তাঁর স্ত্রীর নামে ছিল”। উল্লেখ্য, এই পুলিশ আধিকারিকই অভিযুক্তকে গ্রেফতার করেন।
সন্দেহজনক পরিস্থিতিতে অভিযুক্তকে গ্রেফতার করার পরে তাঁর করোনা পরীক্ষা তথা পিসিআর পরীক্ষা করানো হয়। উল্লেখ্য, এই পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আপাতত কোয়ারেন্টাইনে, তবে তদন্ত চলছে।