বাগনান থানার কল্যানপুর গ্রামের বাসিন্দা বছরের ২৫এর সুস্মিতা কুন্ডু জন্মদিনে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের চুল কেটে দান করেন।সুস্মিতা একজন স্নাতকোত্তর ছাত্রী। তিনি এখন গর্ভমেন্ট কলেজ. অফ আর্ট অ্যান্ড ক্রাফট দ্বিতীয় বর্ষের ছাত্রী।সুস্মিতা এই বছর জন্মদিনটা একটু অন্যভাবে পালন করলেন নিজের মাথার ১৪ইঞ্চি চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হেয়ার ডোনেশন ওয়েষ্ট বেঙ্গল নামক গ্রুপকে তিনি প্রদান করলেন। শুধু তাই নয় সুস্মিতা তার এই জন্মদিনটা বাগনান ষ্টেশন ও ষ্টেশন সংলগ্ন এলাকার কিছু ভবঘুরে সাথে তিনি তার জন্মদিনটা পালন করেন।পাশাপাশি ওই দিন সুস্মিতা ও তার বাগনানের কিছু বন্ধু তোতন,বিট্টু,শামিমা,অমৃতা,মৌমিতা প্রমুখ জনেরা মিলে বানানো একটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা’ অন্য ক্যানভাস’ এর উদ্যোগে থেকে ওই দিন প্রায় ১০০জন মানুষকে বাগনান ষ্টেশনে বসে খাওয়ানো হয়।সুস্মিতার জন্মদিনের দিন এই কাজের ভূয়সী প্রশংসা করেন ওর বন্ধু-বান্ধব থেকে আত্মীয়-পরিজনেরা।সুস্মিতা বলেন, ভবিষ্যতে এই ভাবে মানুষের পাশে তার সামর্থ্য অনুযায়ী দাড়ানোর চেষ্টা করবেন।